Advertisment

Ram Temple: বিতর্ক দূরে সরিয়ে আমন্ত্রিত নারায়ণ মূর্তি, কোহলি থেকে বচ্চন দীর্ঘ তালিকা চমকে দেবে!

সমস্ত প্রধান রাজনৈতিক দলের প্রধানদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি, রাম মন্দির ট্রাস্ট ২২ জানুয়ারি বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে, অতিথি তালিকায় ২০০০টিরও বেশি নাম রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya Ram temple

ফাংশনের অতিথিদের তালিকায় বিভিন্ন পেশার লোক রয়েছে। (পিটিআই)

উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সেজে উঠছে অযোধ্যা। আগামী ২২ জানুয়ারি মোদীর হাত ধরেই হবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। দেশ বিদেশের প্রায় ৭ হাজার গণ্যমান্য ব্যক্তি, প্রতিনিধিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisment

রাম মন্দির ট্রাস্ট ক্রিকেট কিংবদন্তি মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, বিলিয়নিয়ার শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানি সহ ৩হাজার ভিভিআইপিকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে।

সূত্র বলছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যায় পুলিশের গুলিতে নিহত কর সেবকদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত এবং যোগগুরু রামদেবও ভিভিআইপিদের তালিকায় রয়েছেন। সারাদেশ থেকে চার হাজার সাধুকেও আমন্ত্রণ জানিয়েছে ট্রাস্ট।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন যে রাম লালার প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানে ৫০ টি দেশ থেকে একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোরও পাশাপাশি ১৯৯২ সালে রাম মন্দির আন্দোলনের সময় প্রাণ হারানো ৫০ জন কর সেবকের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া দেশের বিচারক, বিজ্ঞানী, লেখক ও কবিদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, বার কোড পাসের মাধ্যমে ভিভিআইপিদের প্রবেশাধিকার দেওয়া হবে। ইভেন্টের আগে আমন্ত্রিতদের সাথে একটি লিঙ্কও শেয়ার করা হবে, এবং বার কোড তৈরি করা হবে। এটি তাদের এন্ট্রি পাস হিসেবে কাজ করবে।

ট্রাস্ট সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন, রাম মন্দিরে ৫ বছরের ছেলের রূপে রামলালার মূর্তি গড়ার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে। দুটি শিলা থেকে তিনটি মূর্তি তৈরি করা হচ্ছে, যার মধ্যে একটি শিলা কর্ণাটক এবং অন্যটি রাজস্থান থেকে আনা হয়েছে।

ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি এবং তার স্ত্রী ও লেখক সুধা মূর্তি, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়া, অলিম্পিক রৌপ্য পদক বিজয়ী পিভি সিন্ধু এবং প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় শিল্প ও ক্রীড়ার মতো বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ।মুকেশ আম্বানি, অনিল আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, টাটা গ্রুপের নটরাজন চন্দ্রশেকারন সহ এক ঝাঁক দেশের তাবড় শিল্পপতিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। ভিএইচপি সূত্রে জানানো হয়েছে তারা সকলেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাদের সম্মতি জানিয়েছেন।

উল্লেখ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাপ্তাহিক পত্রিকা 'পঞ্চজন্য'তে ইনফোসিসকে আক্রমণ শানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেই প্রতিবেদন নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক। ‘টুকরে টুকরে গ্যাং’-এর সঙ্গে হাত মিলিয়েছে ইনফোসিস, এমনও অভিযোগ তোলা হয় ওই প্রতিবেদনে। আরও লেখা হয়, ভারতীয় অর্থনীতিকে বেসামাল করার চেষ্টায় রত রয়েছে বিশ্বখ্যাত তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিস। আর সেই লক্ষ্যেই ইনফোসিস নকশাল, বাম ও টুকরে টুরকে গ্যাং-কে সহায়তা করছে।

প্রতিবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার সঙ্গে, আরএসএস নিজেকে ম্যাগাজিন থেকে দূরে সরিয়ে নেয়, বলেছিল যে ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধ সংঘের মতামতকে তুলে ধরে নি। এবং পত্রিকাটি সংগঠনের মুখপত্র নয়। 'পঞ্চজন্য'তে ইনফোসিসকে আক্রমণ শানিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল তা অনেকেকেই অবাক করে দেয়। কারণ সেই বছর মাত্র কয়েক মাস আগে, ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসাবে সুধা মূর্তি কোভিড ইস্যুতে একটি আরএসএস ইভেন্টে ভাষণ দিয়েছিলেন। গত বছর, মোদী সরকার সুধা মূর্তিকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেন।

যদিও জ্যাভলিন চ্যাম্পিয়ন চোপড়া বর্তমানে দক্ষিণ আফ্রিকায় প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গেছে, সূত্র জানিয়েছে যে সিন্ধু এবং প্রসাদ রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো দেশের ক্রিকেট আইকনরাও এই অনুষ্ঠানের আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন। সনিয়া গান্ধী, মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, লালু যাদব, নীতীশ কুমার, সীতারাম ইয়েচুরি এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো শীর্ষ বিরোধী নেতাদের সহ সমস্ত প্রধান রাজনৈতিক দলের প্রধানদের আমন্ত্রণ জানানো ট্রাস্ট বেশ কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, সঞ্জয় লীলা বানসালি, চিরঞ্জীবী, মোহনলাল, ধানুশ, ঋষভ শেঠি, মধুর ভান্ডারকর, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল, প্রভাস, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকেই আছেন এই তালিকায়।

Ram Temple
Advertisment