আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী ঐক্যে যাতে কোনও ফাটল না-ধরে তার জন্য বিরোধীদের দ্বিতীয় বৈঠকেই বড় পদক্ষেপ করল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদ নিয়ে মোটেই আগ্রহী নয়। মঙ্গলবার ছিল বিরোধীদের বৈঠকের দ্বিতীয় দিন। সেখানেই খাড়গে স্পষ্ট করে দেন যে জনস্বার্থে তথা বৃহত্তর স্বার্থে কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রীর পদ নিয়ে দাবি ছাড়তে রাজি।
বৈঠকে খাড়গের ঠিক পাশের আসনেই ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। আর সনিয়া গান্ধীর ঠিক পাশের আসনেই ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে বলতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, 'আমি জানি যে রাজ্যস্তরে বিভিন্ন দলের মধ্যে পার্থক্য রয়েছে। তবে, সেটা আদর্শগত নয়। আর, আদর্শগত থাকলেও সেই পার্থক্য এতটাও বড় নয় যে জনস্বার্থেও দলগুলো পরস্পরের পাশে থাকতে পারবে না।' খাড়গে বলেছেন যে বিরোধীরা সংবিধান, গণতন্ত্র, সামাজিক বিচার এবং ধর্মনিরপেক্ষতা রক্ষাকে অগ্রাধিকার দিয়েই বিরোধিতা উপেক্ষা করে ঐক্যবদ্ধ হতে চাইছে।
এই প্রসঙ্গে খাড়গে বলেন, 'আমরা ২৬টি দল। দেশের ১১টি রাজ্যে আমরা ক্ষমতায় আছি। বিজেপি একা ৩০৩টি আসন পায়নি। এরা শরিক দলগুলোর ভোটের সাহায্য নিয়েছে। তারপর ওই দলগুলোকে আলাদা করে দিয়েছে।' এই পরিস্থিতিতে মঙ্গলবারই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর বৈঠক রয়েছে। যাকে কটাক্ষ করতে ছাড়েননি খাড়গে। বিরোধীরা অবশ্য আগেই অভিযোগ করতে শুরু করেছিলেন যে মোদী অর্থাৎ বিজেপি রীতিমতো বিপাকে রয়েছে। তার জন্যই বিজেপি এনডিএর বৈঠক ডাকতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন- প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি, রেকর্ড ১২ বার বিধায়ক হয়েছিলেন কংগ্রেস নেতা
বিজেপির এই এনডিএকে চাগিয়ে তোলার চেষ্টা নিয়েও মঙ্গলবার কটাক্ষ করতে ছাড়েননি খাড়গে। তিনি বলেন, 'বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এখন দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র এনডিএকে পুনরায় চাগিয়ে তোলার লক্ষ্য নিয়ে।' খাড়গে এনডিএর যে বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন, মঙ্গলবার দিল্লিতে সেই বৈঠকের আয়োজন করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তাদের এনডিএর বৈঠকে ৩৮টি দল অংশ নিয়েছে।