Advertisment

মোদীর বিরুদ্ধে বিরাট অভিযোগ খাড়গের, ভবিষ্যদ্বাণীতেই ধুলোয় মিশিয়ে দিলেন বিজেপিকে

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ছত্তিশগড়ে বিজেপি ১১টির মধ্যে ৯টি আসনে জিতেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Kharge

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

চলতি বছরের শেষের দিকে ছত্তিশগড় বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার বিজেপিকে নির্বাচনী বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি ছত্তিশগড়কে অপমান করেছেন। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তোলার পাশাপাশি খাড়গে তাঁর বক্তব্যে ভূপেশ বাঘেল সরকারের সাফল্যও তুলে ধরেন। ঘটনার সময় জাঞ্জগির চম্পা জেলার এক অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী মণিপুরের হিংসা ও ছত্তিশগড়ের তুলনা টেনে ছত্তিশগড়ের জনগণকে অপমান করেছেন বলে খাড়গে অভিযোগ করেন।

Advertisment

আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমানে দলের গড় বলে পরিচিত ছত্তিশগড়ে কংগ্রেসের বিজয় নিশ্চিত বলেই দাবি করেন খাড়গে। একইসঙ্গে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, বিধানসভা নির্বাচনে বিজেপি ছত্তিশগড়ে তিনটির বেশি আসন পাবে না। তবে শুধু বিধানসভা নির্বাচনেই নয়, খাড়গে তাঁর বক্তব্যে ছত্তিশগড়বাসীর কাছে আবেদন জানান, যাতে লোকসভা নির্বাচনেও তাঁরা কংগ্রেসকে ঝুলি উপুড় করে ভোট দেন। গত বিধানসভা ভোটের একবছর পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ছত্তিশগড়ে বিজেপি ১১টি আসনের মধ্যে ন'টি আসনেই জিতেছিল।

খাড়গে বলেন, 'ভূপেশ বাঘেল ও তাঁর মন্ত্রীরা প্রতিশ্রুতি রেখেছেন। সরকারের কাছ থেকে সব মহলের মানুষ কিছু না-কিছু পেয়েছে। রাষ্ট্র অন্য রাজ্যগুলোর তুলনায় বাসিন্দাদের সঙ্গে ভালো আচরণ করেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখানকার বিজেপি সমর্থকরাও বলছেন, কংগ্রেসই বিধানসভা নির্বাচনে জিতবে। তাই আমি এখন লোকসভা নির্বাচনে মনোনিবেশ করেছি। তারা (বিজেপি) এখন ছত্তিশগড়ে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট), আইটি (আয়কর বিভাগ), এবং সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)-কে মোতায়েন করছে শুধুমাত্র মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া ও তাঁদের হতাশ করার জন্য। কিন্তু, কংগ্রেস সদস্যরা কখনও কোনও কিছুতেই ভয় পায় না।'

আরও পড়ুন- দুর্নীতি রোখার ছুতোয় ঠিকাদারদের থেকে কমিশন আদায়ের ছক, দক্ষিণে তুমুল শোরগোল!

মণিপুরের হিংসা-সহ একাধিক ইস্যুতে মোদীকে নিশানা করে কংগ্রেস সভাপতি বলেন, 'ছত্তিশগড়ে (২০১৮ সালে) আমাদের জয়ের পর আমরা হিমাচল এবং কর্ণাটকে যথাসাধ্য চেষ্টা করেছি। আপনাদের আশীর্বাদে আমরা দুই রাজ্যই জিতেছি। এই শক্তি ছত্তিশগড়ের জনগণের কারণে এবং আমরা অন্যান্য রাজ্যেও এই জয়ের ধারাকে এগিয়ে নিয়ে যাব। ২০২৪ সালে আমাদের সাহায্য করার জন্য ছত্তিশগড়েও আমাদের কংগ্রেসের সরকারকে দরকার।'

modi Mallikarjun Kharge Chhattisgarh
Advertisment