Advertisment

মার্চে কলকাতা পুরনিগমের ভোট চায় রাজ্য, কমিশনকে জানাল নবান্ন

বিধানসভার প্রস্তুতির মাঝেই এবার পুরভোটের দামামা৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিধানসভার প্রস্তুতির মাঝেই এবার পুরভোটের দামামা৷ মার্চে কলকাতা পুরনিগমের ভোট হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনকে জানাল নবান্ন। জল্পনা ছড়িয়েছিল ফেব্রুয়ারিতে কলকাতায় পুরভোট হতে পারে। তা একমাস পিছিয়ে দিয়ে ভোট করার পক্ষে এ দিন সওয়াল করেছে রাজ্য সরকার।

Advertisment

কেন মার্চে পুরভোট?
রাজ্য সরকারের তরফে রাজ্য নির্াবাচন কমিশনকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর পুরনির্বাচনের যথাযথ প্রস্তুতি যেমন- ওয়ার্ড বিন্যাস, সংরক্ষণ সম্পূর্ণ করতে বেশ কিছুদিন সময়ের প্রয়োজন। তাই ফেব্রুয়ারিতে নয, মার্চে কলকাতা পুরনিগমের ভোট হতে পারে।

রাজ্যের দেওয়া এই চিঠি আগামী পুরশু, ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টে পেশ করবে রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা পুরনিগমের দ্রুত নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টে মামলার প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর রাজ্যকে পুরসভা ভোটের নির্ঘন্ট জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার সেই সময়সীমা উত্তীর্ণ হচ্ছে। সেহেতু মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়ে মার্চের শেষে কলকাতা পুরনিগমের ভোট করা যেতে পারে বলে জানাল নবান্ন। ১৭ তারিখ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানিতে রাজ্যের এই প্রস্তাবই দেওয়া হবে।

তৃণমূলের তরফে মন্ত্রী ব্রাত্য বসু এ দিন দলীয় সদর দফতরে বলেছেন, 'আমরা সাড়া বছর পড়ালেখা করেছি। তাই যখনই ভোট হোক কোনও অসুবিধা হবে না।' বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, 'কলকাতা পুরসভার ভোট হলে স্বাগত। শুধু কলকাতা নয়, রাজ্যের সব মেয়াদ উত্তীর্ণ পুরসভাতেই বোট হোক-এই দাবি আমাদের।'

তবে, কলকাতার সঙ্গেই বাকি রয়েছে রাজ্যের একাধিক পুরনিগম ও পুরসভার ভোট। সেগুলো কবে হতে পারে? এ সম্পর্কে কমিশনের তরফে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, কলকাতা সব একাধিক পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ৷ বর্তমানে প্রশাসক বোর্ড বসিয়ে চলছে কলকাতা পুরনিগমের কাজ৷ গত মে মাসে কলকাতা পুরসভার পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগের দিনই রাজ্য সরকার ফিরহাদ হাকিমকে চেয়ারম্যান করে গোটা পুরবোর্ডকেই প্রশাসকমণ্ডলী হিসেবে স্বীকৃতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। নির্বাচন ছাড়া প্রশাসক বসিয়ে অবৈধভাবে শাসক দল নিজের দখলে পুরবোর্ডকে রাখছেন , এই অভিযোগে পুরসভার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে৷ কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে বৈধ বলে রায় দেয় হাইকোর্ট৷ সেই রায়কে ফের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee KOLKATA CORPORATION tmc
Advertisment