সিএএ ও এনআরসি নিয়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বিজেপি বিরোধী তিন রাজনৈতিক দলের বইয়ের স্টলেই এবার সিএএ বা এনআরসি বিরোধী থিম। বিধানসভার পর বইমেলায়ও যেন একসুরে বেঁধেছে কংগ্রেস, তৃণমূল ও সিপিএম-কে। অন্য় দিকে, গেরুয়া শিবিরের স্টলে পাল্টা সিএএ-র সমর্থনে বিভিন্ন বিই, পুস্তিকা থাকছে। থাকছে বিশ্ব হিন্দু পরিষদরে স্টলও।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্য তোলপাড়। বিজেপি বিরোধী দলগুলি এই আইনের বিরোধিতায় বঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। রাজ্য জুড়ে সিএএ, এনআরসি বা এনপিআর বিরোধী আন্দোলন চলছে জোর কদমে। এবার সেই বিরোধিতা সল্টলেকের সেন্ট্রাল পার্কের বই মেলাতেও। সিএএ-এআরসি ইস্যুতে একযোগে শামিল হয়েছে বাম-কংগ্রেস এবং তৃণমূল।
তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, "এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরেজী ও বাংলা দুটি ভাষাতেই বই প্রকাশ হয়েছে। এনআরসি বা সিএএ নিয়ে জাগো বাংলা, মা মাটি মানুষের স্টলে অনেক তথ্য সমৃদ্ধ লেখা তো থাকছেই। তাছাড়া এলইডিতে চলছে মুখ্যমন্ত্রীর ভাষণও। আমাদের স্লোগান, ঐক্যবদ্ধ জন্মভূমি, নো এনআরসি নো সিএএ। আমাদের স্টলের থিমও তাই।" উল্লেখ্য, এবারের বই মেলায় মুখ্যমন্ত্রীর নতুন ১৩ বই প্রকাশ হয়েছে। এর ফলে তাঁর প্রকাশিত মোট বইয়ের সংখ্যা দাঁড়াল ১০১টি।
বাম বা কংগ্রেসের বই মেলার থিমও সেই সিএএ ও এনআরসি বিরোধী। যুব ফেডারেশনের রাজ্য নেতা সায়নদীপ মিত্র বলেন, "আমাদের এবারের থিমটা অবশ্যই গোটা দেশের সঙ্গে সুর মিলিয়ে তৈরি। কাগজ দেখাবো না। সাদা অক্ষরে লেখা রয়েছে- কাজ দে না, কাজ চাই। সিএএ এবং এনআরসি সংক্রান্ত অসংখ্য পুস্তকও থাকবে।" প্রদেশ কংগ্রেসও এবার সংবিধান রক্ষার কথা বলছে। কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য বলেন, বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে কংগ্রেস বার্তা থেকে মিথ্যার জাল ছিন্ন করো। আমাদের থিম সেভ কন্সটিটিউশন, সেভ প্লুরালিজম। স্টলে থাকছে গান্ধীজির নোয়াখালির ছবি। সম্পূর্ণ গান্ধী রচনাসমগ্রও থাকবে। এছাড়া, চরকা থাকবে বিক্রির জন্য।
তৃণমূল, বাম বা কংগ্রেস যখন বইমেলাতে সিএএ বিরোধীতা চরমে পৌঁছাতে চাইছে, তখন চুপ করে বসে নেই পদ্ম শিবিরও। এবারের বিজেপির স্টল ভরে থাকবে সিএএ বিষয়ক বইয়েই। দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "সিএএ সংক্রান্ত পুস্তক তো থাকবেই। এছাড়া বইমেলায় বেশ কিছু বইয়ের উদ্বোধনও হবে। বৃহস্পতিবার উদ্বোধন করতে যাচ্ছেন দিলীপ ঘোষ।" বইমেলায় স্টল থাকছে বিশ্ব হিন্দু পরিষদেরও। কিন্তু সেভাবে সিএএ সংক্রান্ত বিশেষ কিছু করছে না তারা। হয়ত সিএএ প্রসঙ্গে একটা দুটো বই থাকতে পারে, এমনটাই খবর।