রবিবাসরীয় ভোটের প্রচার জমজমাট। শহর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে রবিবার সকাল থেকে ভোটের প্রচারে প্রার্থীরা। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে দেখা গেল নেতাদেরও। কেউ বাড়ি-বাড়ি ঘুরে জনসংযোগ বাড়ানোর কাজ সারলেন। কেউ বা ক্যারম, ব্যাডমিন্টন খেলে সারলেন জনসংযোগের কাজ। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসকল তৃণমূল। প্রার্থী ঘোষণা করেছে বামেরাও। কংগ্রেসও প্রাথমিকভাবে ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে। এবারের পুরভোটে কলকাতার ১২২টি ওয়ার্ডে প্রার্থী দেবে হাত-শিবির।
পুরোদমে শুরু প্রচার। কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। রবিবার সকালে নিজের এলাকায় প্রচারে রাজ্যের মন্ত্রী ফিরহাদ। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়েই এদিন চেতলায় বাড়ি-বাড়ি ঘুরে প্রচার সারলেন ফিরহাদ। সৌজন্য বিনিময় থেকে শুরু করে চলল রাজনৈতিক বাক্যালাপও। জয়ের ব্যাপারে আশাবাদী ফিরহাদ।
অন্যদিকে, এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে প্রচার সারলেন ৩১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পরেশ পাল। ব্যাডমিন্টন, ক্যারম খেলে ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী। রবিবাসরীয় প্রচারে অনুগামীদের সঙ্গে নিয়ে এদিন প্রচারে বেরিয়েচিলেন পরেশ পাল। জয়ের ব্যাপারে তিনিও দারুণ আশাবাদী। তাঁর মুখে এদিন 'খেলা হবে' স্লোগানও শোনা গিয়েছে।
আরও পড়ুন- ত্রিপুরা পুরভোটের গণনা: এগিয়ে বিজেপি, আমবাসা পুর পরিষদে খাতা খুলল তৃণমূল
বিজেপি ছেড়ে এখন তৃণমূলে বাবুল। এর আগে উপনির্বাচনের প্রচারে তাঁকে সেভাবে দেখা না গেলেও কলকাতা পুরসভার ভোটে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের এই তারকা রাজনীতিবিদ। এদিন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অসীম বসুর সমর্থনে প্রচারে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এলগিন রোডে এদিন দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে দেখা গিয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। এরই পাশাপাশি কলকাতার ২৯ নং ওয়ার্ডে এদিন প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস প্রার্থী প্রকাশ উপাধ্যায়। এদিন নারকেলডাঙা, মানিকতলা এলাকায় প্রচার সারেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন