/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/WhatsApp-Image-2018-04-18-at-8.51.34-AM.jpeg)
রাতের বিধ্বংসী ঝড়ের পর স্বস্তির নিঃশ্বাস সকালে।
গতকাল রাতের বিধ্বংসী ঝড়ের পর স্বস্তির নিঃশ্বাস সকালে। যান চলাচল প্রতিদিনের মতো স্বাভাবিক। সকাল থেকেই নির্দিষ্ট সময়ে চলছে শিয়ালদহগামী ট্রেন। শিয়লদহ থেকেও ঠিক সময়ে ছাড়ছে দূরপাল্লার ট্রেন। স্বাভাবিক মেট্রো চলাচলও। নোয়াপাড়া ও দমদম মেট্রোলাইন থেকে গাছ সরিয়ে দেওয়ায় সকাল থেকে চলছে মেট্রো। বিটি রোডের দুধারে গাছ পড়ে থাকলেও সকালে পরিস্কার করে দেওয়া হয়েছে রাস্তাঘাট। বাসও চলাচল করছে প্রিতিদিনের মতোই।
আরও পড়ুন : কালবৈশাখির তান্ডবে বিপর্যস্ত রাজ্য, মৃতের সংখ্যা ১২
গতকাল কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টি। ভেঙে পড়েছে তিলোত্তমার বেশ কিছু গাছ। বন্ধ হয়েছিল মেট্রো পরিষেবা। ফলে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা! ৮৪ থেকে ১০০ কিমি বেগে শহরে আছড়ে পড়ে ঝড়। ঝড়ে মৃত্যু হয়েছে প্রায় ১৩ জনের। পার্ক সার্কাস এবং লেনিন সরণিতে বাড়ি ভেঙে গিয়েছে, গাছ পড়ে বন্ধ হয়েছিল রেড রোডসহ বিভিন্ন রাস্তা, ব্যাহত হয়েছিল যান চলাচলও। বেশ কিছু জায়গায় বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবাও। বলা বাহুল্য এমন আচমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহরে। ভেঙে পড়েছে বহু ঘর। গাছ ভেঙে পড়েছে কলকাতা ও সল্টলেকের বহু জায়গায়। প্রশ্ন উঠেছে পৌরসভার দায়িত্ব নিয়ে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/30709984_1807965309226413_8202810716957179904_n.jpg)
তবে সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা ও শহরতলীতে। ছন্দে ফিরেছে কলকাতাবাসী।