কুণালের সারদা-স্বস্তি, অন্তর্বর্তী জামিন দিল বিশেষ সিবিআই আদালত

জামিন দিলেও তদন্তের স্বার্থে ইডি-র সঙ্গে সহয়োগিতার নির্দেশ কুণাল ঘোষকে

জামিন দিলেও তদন্তের স্বার্থে ইডি-র সঙ্গে সহয়োগিতার নির্দেশ কুণাল ঘোষকে

author-image
IE Bangla Web Desk
New Update
Kunal Ghosh get interim bail in saradha case

কুণাল ঘোষ। ছবি: টুইটার।

সারদা মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন কুণাল ঘোষ। ইডি-র দায়ের করা মামলায় ব্যক্তিগত ২০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তবে জামিন পেলেও ভবিষ্যতে এই মামলায় কুণাল ঘোষকে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন সিবিআই বিশেষ আদালতের বিচারক। সারদা দুর্নীতিতে অতিরিক্ত চার্জশিটে আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছিল কুণাল ঘোষের বিরুদ্ধে। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।

Advertisment

সারদা মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত কুণাল ঘোষ। যদিও ইতিমধ্যেই সারদার সব মামলাতেই জামিন পেয়েছেন তিনি। তবে ইডি সারদাকাণ্ডে অতিরিক্ত একটি চার্জশিট পেশ করে। সেই চার্জশিটেই কুণাল ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কুণাল ঘোষ প্রভাবশালী একজন রাজনীতিবিদ, তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী।

সিবিআই বিশেষ আদালতে কুণালের হয়ে সওয়াল করেন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী। শুনানিতে সারদার আগের সব মামলাতে কুণাল ঘোষ জামিন পেয়েছেন বলে জানান তাঁর আইনজীবী। তাই এই মামলাটিতে তাঁর মক্কেলকে যাতে জামিনে দেওয়া হয় সেই আবেদন জানান কুণালের আইনজীবী।

আরও পড়ুন- কলকাতা বিশ্ববিদ্যালয়কে বিরাট সম্মান কেন্দ্রের, তালিকায় সেন্ট জেভিয়ার্স ও হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরও

Advertisment

সিবিআই বিশেষ আদালত দু-পক্ষের সওয়াল-জবাব শোনার পর কুণাল ঘোষকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ব্যক্তিগত ২০ হাজার টাকার বন্ডে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর করেন সিবিআই বিশেষ আদালতের বিচারক। তবে তদন্তের স্বার্থে ইডি তাঁকে ডেকে পাঠালে প্রয়োজনীয় সব সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে কুণাল ঘোষকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Enforcement Directorate Interim Bail Saradha Scam Kunal Ghosh tmc