তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্রদের নাম ঘোষণা করেছে। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এই মুখপাত্রদের তালিকা প্রকাশ করেছে দল। জাতীয় স্তরে ১২ জনের নাম রয়েছে তালিকায় এবং রাজ্য স্তরে রয়েছে ২২ জনের নাম। জাতীয় স্তরে উল্লেখযোগ্যদের মধ্যে ডেরেক ওব্রায়েন, অমিত মিত্র, দীনেশ ত্রিবেদী রয়েছেন । রাজ্য স্তরে উল্লেখযোগ্যদের মধ্য রয়েছেন সারদা-কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষ। রাজ্য সরকারের 'সিট' সারদা তদন্তে তাঁকে গ্রেফতার করেছিল।
রাজ্যে দলের মুখপাত্রদের অন্যান্যদের মধ্যে রয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ নুসরাত জাহান আলী, ওমপ্রকাশ মিশ্র। তবে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন নির্বেদ রায়। একসময় কংগ্রেসে থাকাকালীন নির্বেদ রায় সব থেকে কড়া ভাষায় আক্রমণ করতেন তৃণমূল কংগ্রেসকে।
এ দিকে কুনাল ঘোষের নাম নিয়েই সবচেয়ে বেশি চর্চা চলছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের বক্তব্য, সারদায় অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল রাজ্য সরকারের পুলিশ। সারদা-কাণ্ডে তদন্তের জন্য গঠন করা হয়েছিল সিট। পরবর্তীতে সিবিআই বহুবার জিজ্ঞাসাবাদ করেছে কুণালকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন