কুণাল কি ফের তৃণমূলে? পার্থর হাতে বই প্রকাশ ঘিরে জল্পনা

শিক্ষামন্ত্রী বলেন, “পাঠক হিসেবে আমি চিরকালই কুণালের লেখার খুব ভক্ত। ওর লেখা পড়তে খুব ভালো লাগে। ওর লেখার মধ্যে অব্যক্ত যন্ত্রণা আছে।"

শিক্ষামন্ত্রী বলেন, “পাঠক হিসেবে আমি চিরকালই কুণালের লেখার খুব ভক্ত। ওর লেখা পড়তে খুব ভালো লাগে। ওর লেখার মধ্যে অব্যক্ত যন্ত্রণা আছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, kunal ghosh, মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ

তৃণমূলে কি ফিরছেন কুণাল?

একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের অন্যতম মুখ ছিলেন কুণাল ঘোষ। কখনও তিনি তৃণমূলের শহিদ মঞ্চের সঞ্চালক, আবার কখনও রাজ্যসভার সাংসদ। ২০১৪ সালে সারদা মামলায় জেলে যাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়লেও, সম্প্রতি কমেছে সেই দূরত্ব। তবে কী ফের তৃণমূলে ফিরছেন সাংবাদিক কুণাল ঘোষ? বুধবারে নাকতলায় নিজের বাড়িতে বসে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে কুণালের বই উদ্বোধন এমনই ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও এ বিষয়ে মুখ খোলেননি দু'জনের কেউই।

Advertisment

আরও পড়ুন: ‘মমতাদি মুকুলদাকে বলেছিলেন, দ্যাখো ও কথা শুনছে না’

তবে তৃণমূলে থাকাকালীন ব্যক্তিগত পরিচয় ও ঘনিষ্টতা ছিলই পার্থ-কুণালের। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যখন কুণাল ঘোষের কাছে জানতে চাওয়া হয়েছিল তৃণমূলে এখন প্রতিশ্রুতিবান কারা? সে প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখও করেছিলেন তিনি। বুধবার সরস্বতী পুজোর দিন নাকতলায় নিজের বাড়িতে বসেই আনুষ্ঠানিকভাবে কুণাল ঘোষের নতুন দুটি বই 'পথ হারাবো বলেই' এবং 'শাস্তির পর' উদ্বোধন করলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরই শিক্ষামন্ত্রী বলেন, “পাঠক হিসেবে আমি চিরকালই কুণালের লেখার খুব ভক্ত। ওর লেখা পড়তে খুব ভালো লাগে। ওর লেখার মধ্যে অব্যক্ত যন্ত্রণা আছে। আছে সত্যি কথা বলার সাহস। ওর লেখা সমস্ত প্রকাশিত বই আমি পড়েছি।" অন্যদিকে, কুণাল ঘোষ বলেন, "পার্থ চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে একজন যিনি আমাকে লেখা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন"। বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: ‘প্রশান্ত কিশোরকে দলের সহ-সভাপতি করবেন মমতা’, কটাক্ষ সেলিমের

প্রসঙ্গত, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন সেই সময় তৃণমূলের অন্যতম মুখদের মধ্যে ছিলেন কুণাল ঘোষ। সারদাকাণ্ডে গ্রেফতারের পর তাঁকে সেই তৃণমূল থেকে বরখাস্ত করা হয়। গ্রেফতারের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সারদা যোগ' নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেছিলেন কুণাল ঘোষ। একদা দলনেত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, “সারদা মিডিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা যদি সব থেকে বেশি কেউ পেয়ে থাকেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।” তবে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন কুণাল।

Advertisment

তবে বুধবারের বইপ্রকাশ অনুষ্ঠান ফের ঘাসফুল শিবিরে কুণালের প্রত্যাবর্তনের প্রশ্ন তুলছে বঙ্গ রাজনীতিতে। যদিও তৃণমূল নেতাদের একাংশ কুণালের দলে যোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন। তৃণমূলের এক বর্ষীয়াণ নেতা বলেন, "কুণাল ঘোষকে দলে ফিরিয়ে আনার কোনও প্রশ্নও নেই।"

Read the full story in English

partha chatterjee Mamata Banerjee tmc