Advertisment

Budget 2024: 'কুর্সি বাঁচাও বাজেট'! সংসদের বাইরে তুমুল বিক্ষোভ, এককাট্টা হয়ে কেন্দ্রের নিন্দা ইন্ডিয়া জোটের

Union Budget 2024: এদিন সকালে সংসদের বাইরে একজোটে বিক্ষোভ দেখান ইন্ডিয়া শিবিরের নেতা-নেত্রীরা। বিক্ষোভে শামিল হন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্যরা। মঙ্গলবারের পেশ করা বাজেটকে কুর্সি বাঁচাও বাটেজ বলে কটাক্ষ করেছেন বিরোধী নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Union Budget 2024: ধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সাংসদদের।

Union Budget 2024: ধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সাংসদদের।

Union Budget 2024: বৈষম্যমূলক বাজেটের (Union Budget 2024) নিন্দায় মঙ্গলবারই সরব হয়েছিল বিরোধীরা। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সাংসদদের। যেভাবে বাংলা, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যকে বঞ্চিত করে বিহার-অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে বাজেটে তাতে ক্ষুব্ধ বিরোধীরা।

Advertisment

এদিন সকালে সংসদের বাইরে একজোটে বিক্ষোভ দেখান ইন্ডিয়া শিবিরের নেতা-নেত্রীরা। বিক্ষোভে শামিল হন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্যরা। মঙ্গলবারের পেশ করা বাজেটকে কুর্সি বাঁচাও বাটেজ বলে কটাক্ষ করেছেন বিরোধী নেতারা।

বাজেট নিয়ে বিরোধী নেতারা কী বলেছেন

অখিলেশ যাদব- 'নির্বাচনী প্রচারে তাঁরা যা বলে, তাঁদের ইস্তেহারে প্রস্তাব এবং এখন বাজেট… সবখানেই বৈষম্য দেখতে পাচ্ছেন। তাঁরা উত্তরপ্রদেশের প্রতি বৈষম্য করছে, এমন একটি রাজ্য যা তাঁদের ভোট দিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে। কেন্দ্রীয় বাজেট হতাশা পূর্ণ,”

মিশা ভারতী- "মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং জেডিইউ-র দাবি ছিল যে বিহারকে একটি বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত, তারা কী পেয়েছে? প্রধানমন্ত্রী তাঁকে 'ঝুনঝুনা' এবং 'ললিপপ' দিয়েছেন যাতে তিনি প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন। এখানে যুবক ও মধ্যবিত্তদের জন্য কিছু নেই, এটা একটা কপি-পেস্ট করা বাজেট… .."

আরও পড়ুন বাজেটে চরম বৈষম্য, মোদীর NITI Aayog বৈঠক বয়কট এই ৪ মুখ্যমন্ত্রীর

মল্লিকার্জুন খাড়গে- "আমি জোর দিয়ে বলতে চাই যে গতকাল পেশ করা বাজেট কোনও রাজ্যের উপকারে আসেনি। দুটি বাদে সব রাজ্যের প্লেট খালিই ছিল। তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা বা দিল্লি কেউই কিছুই পায়নি। এই বাজেট হয়েছে। শুধুমাত্র কিছু লোককে খুশি করার জন্য এবং চেয়ার বাঁচানোর জন্য করা হয়েছে”

rahul gandhi Union Budget 2024 Mallikarjun Kharge Akhilesh Yadav Budget
Advertisment