আবারও দলবদল লক্ষ্মণ শেঠের। ভোটের মুখে কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ। বৃহস্পতিবার কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন একসময়ের সিপিআইএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা লক্ষ্মণ।
উল্লেখ্য, ২০১৬ সালে হলদিয়া এলাকার এই নেতাকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। এরপর বিজেপিতে যোগ দেন লক্ষ্মণ। ২০১৮ সালে বিজেপি থেকেও তাঁকে বহিষ্কার করা হয়। ‘ভারত নির্মাণ পার্টি’ নামে নিজের দল তৈরি করেন তমলুকের এই প্রাক্তন সাংসদ।
আরও পড়ুন, আপাতত গন্ডিতেই আটকে রইলেন হলদিয়ার দলহীন লক্ষ্মণ
তমলুকে এবার কংগ্রেস প্রার্থী করা হতে পারেন লক্ষ্মণ শেঠ। এমন ইঙ্গিতই দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এ প্রসঙ্গে সোমেনবাবু বলেন, ‘‘গত ২৫ মার্চ কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয় দিল্লিতে। রাহুল গান্ধী নিজে লক্ষ্মণবাবুর কথা তোলেন। তিনি বলেন, তমলুক থেকে লড়বেন লক্ষ্মণ শেঠ। সর্বভারতীয় সভাপতির সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার জায়গা কারও থাকে না। যদি আমরাও এটা বহুদিন ধরে ভাবছিলাম। কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি।’’ প্রসঙ্গত, এখনও তমলুক কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস।
আরও পড়ুন, কংগ্রেসের কল্যাণে লক্ষণের বনবাসের অবসান?
লক্ষ্মণ শেঠের কংগ্রেসে যোগদান প্রসঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘কংগ্রেসে লক্ষ্মণ শেঠকে আমরা স্বাগত জানাচ্ছি। ওঁর সঙ্গে ২০০০-২৫০০ সহকর্মীরাও কংগ্রেসে যোগ দিলেন। ওঁর যোগদানের ফলে দল অনেক শক্তিশালী হবে। বিজেপির সাম্প্রদায়িকতা, তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, তা আরও এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমাদের বিশ্বাস।’’