দলের প্রতিষ্ঠা দিবসে আক্রমণাত্মক লালুপ্রসাদ যাদব। প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আনলেন মারাত্মক অভিযোগ। সরাসরি মোদীকে নিশানা করে লালু বলেন, ‘দেশ ভাঙছেন, বিধায়ক কিনে সরকার গঠন করছেন’ দেশের প্রধানমন্ত্রী।
RJD-এর ২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় বুধবার (৫ জুলাই) আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে আক্রমণ করেছেন। এদিনের সমাবেশে ভাষণ দিতে গিয়ে লালু বলেন, ‘আজ আরজেডি ২৭ বছর পূর্ণ করেছে। দেশে আজ ভ্রাতৃত্ববোধ ভেঙে যাচ্ছে। বিদ্বেষের বীজ ছড়ানো হচ্ছে। নরেন্দ্র মোদী দেশ ভাঙছেন”।
লালু প্রসাদ যাদব আরও বলেন, ‘বিজেপি সংবিধানকে ধ্বংস করছে। আরজেডি প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি নির্বাচনে রেকর্ড গড়েছে। দল (আরজেডি) তার শুরু থেকেই দৃঢ়ভাবে দেশের ঐক্য এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদী বিধায়কদের কেনা-বেচা করে সরকার গঠন করে চলেছেন।
দলের প্রতিষ্ঠা দিবসে এখানেই থেমে থাকেননি লালু। বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, মোদী সরকারে মুদ্রাস্ফীতি চরমে, গরীব মানুষ হাহাকার করছেন। লালু যাদব বিহার ও দেশবাসীর কাছে আবেদন জানিয়ে বলেন, ‘বিজেপির কাছে কোন ভাবেই ‘মাথা নত করবেন না’।
জমির জন্য চাকরির মামলায় তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। লালু বলেন, যিনি আওয়াজ তুলছেন, তার পেছনে তদন্তকারী সংস্থাগুলো লাগানো হচ্ছে। তিনি বলেন, কণ্ঠ দমনের চেষ্টা চলছে কিন্তু কেউ ভয় পাচ্ছে না। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কর্মী স্লোগান তুলে বলেন- "লালু যাদব ঘাবড়াবেন না, সারা বিশ্ব আপনার পিছনে রয়েছে।"