'রাবড়ি দেবীর বাড়িতে' ১৫-সদস্যের সিবিআই দল! 'চাকরির বদলে জমি'র মামলার তদন্তের জন্য আজ সোমবার সকালে রাবড়ি দেবীর বাড়িতে হাজির হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক সদস্য। সূত্রের খবর, বেশ কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে এদিন 'রাবড়ি দেবীর বাড়িতে' অভিযান চালানো হয়। সিবিআই দলটি তিন থেকে চারটি গাড়িতে চড়ে সরাসরি রাবড়ি দেবীর বাড়িতে প্রবেশ করেন। বাড়ির কর্মচারী এবং নিরাপত্তা রক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। রাবড়িদেবীর বাড়ির বাইরে জড়ো হয়েছেন আরজেডি কর্মীরা।
প্রাপ্ত তথ্য অনুসারে, বিহার বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। এমন পরিস্থিতিতে বিধানসভায় পৌঁছেছেন লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর ছোট ছেলে এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। যদিও লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর বড় ছেলে এবং বিহারের পরিবেশমন্ত্রী তেজ প্রতাপ যাদব এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন।
এক সপ্তাহ আগে, দিল্লির একটি আদালত প্রাক্তন রেলমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, মিসা ভারতী এবং অন্যান্যদের চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারিতে অভিযুক্তদের সমন জারি করেছিল। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সিবিআইয়ের দায়ের করা চার্জশিটের ইভিত্তিতে আদালত এই সমন জারি করে। এ মামলায় গত ১৫ মার্চ সকলকেই আদালতের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লালু প্রসাদ ছাড়াও সিবিআই রাবড়ি দেবী সহ আরও ১৪ জনের নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
এই মামলায় ইতিমধ্যেই রেল কর্মচারী হরিদয়ানন্দ চৌধুরী এবং লালুপ্রসাদের তৎকালীন ওএসডি ভোলা যাদবকে গ্রেফতার করেছে সিবিআই। ভোলা যাদব ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু যাদবের ওএসডি পদে আসীন ছিলেন। অভিযোগ লালু প্রসাদ তার পরিবারের সদস্যদের নামে একাধিক জমি কেনেন এবং রেলের বিভিন্ন জোনে গ্রুপ ডি পদে চাকরির বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে সেই জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে লালু ও তার পরিবারের একাধিক সদস্য'র নামে।