Advertisment

স্বাধীনতার অধিকার: কংগ্রেসকে নিশানা মোদীর, স্মরণ করান লতার ভাইকে AIR থেকে বরখাস্তের ঘটনা

গতকাল লোকসভার পর মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। তুলে ধরলেন কংগ্রেস আমলে স্বাতীনতার অধিকার হরণের একাধিক প্রসঙ্গ।

author-image
IE Bangla Web Desk
New Update
Lata Mangeshkars hridaynath mangeshkar sacked from AIR Savarkar Modi Congress

লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের বরখাস্ত নিয়ে হাত শিবিরকে তোপ নমোর।

গতকাল লোকসভার পর মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। তুলে ধরলেন কংগ্রেস আমলে স্বাতীনতার অধিকার হরণের একাধিক প্রসঙ্গ। তার মধ্যে অন্যতম, প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকররের ভাইকে অল ইন্ডিয়া রেডিও থেকে বরখাস্তের বিষয়টি। রাজ্যসভায় প্রধানমন্ত্রী জানান, বীর সাভারকারের উপর একটি কবিতা পাঠ করার জন্য লতা মঙ্গেশকরের ভাইকে অল ইন্ডিয়া রেডিও থেকে বরখাস্ত করা হয়েছিল কংগ্রেস জমানায়।

Advertisment

রাজ্যসভায় রাষ্ট্রপতি ভাষণের উপর 'মোশন অফ থ্যাংকস' বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বলেন, 'যাঁরা ব্যক্তি স্বাধীনতার কথা বলেন, আমি এখন তাঁদের ইতিহাস প্রকাশ করছি। লতা মঙ্গেশকরের পরিবার অতীতে গোয়ায় থাকতেন। কিন্তু কংগ্রেস তাঁর পরিবারের সঙ্গে কেমন আচরণ করেছে তা দেশকে জানতে হবে। তাঁর ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকরকে অল ইন্ডিয়া রেডিও-র চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তাঁর দোষ ছিল যে, তিনি বীর সাভারকরের দেশপ্রেমের উপর একটি কবিতা পাঠ করেছিলেন।'

নমোর সংযোজন, 'এটাই আমপনাদের মত প্রকাশের স্বাধীনতা। কেবল হদয়নাথজির সঙ্গেই নয়, কংগ্রেস আমলে এ ধরণের বহু অবিচারের উদাহরণ রয়েছে। তালিকা বেশ লম্বা।'

মোদী বলেন, 'নেহেরুর সমালোচনা করায় মজরুহ সুলতানপুরী এবং অধ্যাপক ধরমপাল- দু'জনেই লে ছিলেন। কিশোর কুমার জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর কাছে মাথা নত না করায় রেডিওতে তাঁর গান গাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। একটি পরিবারের সঙ্গে সহমত পোষণ না করলেই তাঁর বা তাঁদের স্বাধীনতা কীভাবে খর্ব করা হত তা আমরা জানি।'

'ভারতের নাইটেঙ্গেল' লতা মঙ্গেশকর গত ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্টরা। পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে দাহ করা হয় লতা শিল্পীর নশ্বর দেহ।

Read in English

CONGRESS PM Narendra Modi Lata Mangeshkar modi Rajya Sabha PM Modi
Advertisment