সপ্তাহ খানেক আগেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির। তার পরপরই পরাজয় এবং ব্যর্থতা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহনমন্ত্রী নিতিন গড়করি। মন্ত্রী বলেন, "সাফল্যের দায় নেওয়ার জন্য অনেকেই থাকে, কিন্তু ব্যর্থতার দায় কেউ নেয় না"।
Advertisment
পুনের সমবায় ব্যাঙ্ক সংগঠনের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "পরাজয় অথবা ব্যর্থতার দায় নিতে হবে নেতৃত্বকেই। রাজনীতিতে, পরাজয় হলে কমিটি গঠন করা হয়, অথচ জিতে গেলে কেউ আপনাকে প্রশ্ন করবে না। কিন্তু নেতৃত্ব এমন হওয়া উচিত, যেখানে হার কিমবা পরাজয়ের দায় নেতা নিজের কাঁধে নিয়ে নেবে"।
মন্ত্রী গড়করি বললেন, "ব্যর্থতার দায় কাঁধে না নিলে দলের প্রতি আনুগত্য প্রমাণ করা যায় না। রাজনীতিতে কী হয়? লোকসভা কিমবা বিধানসভা ভোটে কেউ হেরে গেলে প্রার্থীরা কী করেন? কার ওপর দোষ চাপাবেন, বুঝে পান না। অভিযোগ করতে থাকেন, যথেষ্ট সমর্থন পাননি, অনুদান পাননি, ঠিক সময়ে পোস্টার পড়েনি তাঁর"।