মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই গোয়ায় তৃণমূলে যোগদানের চমক। এ গিন ঘাস-ফুলের যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি, টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ মমতা বন্দ্যোপাধ্যায়ই এই তিন জনের হাতে শুক্রবার জোড়া-ফুলের পতাকা তুলে দেন।
গোয়ার মানুষের আস্থা জিততে স্থানীয় এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের দলে টানার কৌশলও নিয়েছে তৃণমূল৷ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় আগেই জানিয়েছিলেন, নাফিসা আলি, লাকি আলি এবং রেমো ফার্নান্ডেজদের মতো ব্যক্তিত্যরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ এ দিন তাঁর সেই দাবিই সত্যি হল। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি৷ এছাড়াও বাংলার শাসক শিবরে এলেন বিশ্বক্রীড়ার অন্যতম পরিচিত মুখ লিয়েন্ডার পেজও।
তখন মমতা বিরোধী নেত্রী। সেই ২০০৪ সালের লোকসভা ভোটে মমতার বিরুদ্ধেই দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এই শহরের মেয়ে নাফিসা আলি। তৃণমূল নেত্রীর কাছে পরাজিত হয়েছিলেন নাফিসা। এরপর ২০০৯ সালে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে লোকসভায় লড়াই করেন তিনি। এরপর আর রাজনীতিতে সেইভাবে দেখা যায়নি প্রবীণ এই অভিনেত্রীকে। শেষ পর্যন্ত একদা বিরোধী মমতার হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন নাফিসা আলি।
আরও পড়ুন- ‘সাইবোর্ড-মুখ্যমন্ত্রী হতে আসিনি, আস্থা রাখলে আপসহীন লড়াই করব’, গোয়ায় প্রতিশ্রুতি মমতার
তৃণমূলে যোগ দিয়ে নাফিসা বলেন, 'বিজেপি গণতন্ত্র মানছে না। কংগ্রেস ক্ষয়িষ্ণুশক্তি। এক্ষেত্রে দিদির তৃণমূলই হল আসল কংগ্রেস। আশা করছি গোয়ায় তৃণমূল ভালো ফল করবে।'
এ দিকে ২০২০ সালে পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন লিয়েন্ডার পেজ। ৪৬ বছরের লিয়েন্ডারের কেরিয়ারে সাফল্য কম নেই। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে সিঙ্গলস থেকে ব্রোঞ্জ এনেছিলেন। পরবর্তী সময়ে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে ডাবলস দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন। জুটি বদলে বদলে আটটা ডাবলস গ্র্যান্ড স্লাম জিতেছেন। দশটা মিক্সড ডাবলস। ১৯৯২ সাল থেকে অলিম্পিক খেলেছেন লিয়েন্ডার। আন্তর্জাতিক ত্রীড়া ক্ষেত্রে বাংলার ছেলের সাফল্য নজরকাড়া। এ হেন ক্রীড়া ব্যক্তিত্যই এবার রাজনীতিতে। তৃণমূলের হাত ধরেই শুরু হল তাঁর নয়া ইনিংস।
লিয়েন্ডারকে এ দিন 'মিষ্টি ভাই' বলে সম্বোধন করেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে লিয়েন্ডারের আলাপ বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিয়েন্ডার বলেন, 'আমার বিশ্বাস ভারতকে নতুন দিশা দেখাতে পারবেন দিদি।'
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন