১৯৩টি আসনে সমঝোতা চূড়ান্ত, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ বাম-কংগ্রেসের

গত সপ্তাহে একবার নিজেদের মধ্যে আসন বণ্টন নিয়ে বৈঠকে বসেছিল বাম-কংগ্রেস।

গত সপ্তাহে একবার নিজেদের মধ্যে আসন বণ্টন নিয়ে বৈঠকে বসেছিল বাম-কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update

১০১টি আসনে জল্পনা জিইয়ে রেখে আগামী ভোটে ১৯৩টি আসনে আসন সমঝোতা সম্পন্ন করল বাম-কংগ্রেস। জানা গিয়েছে, ১০১টি আসনে লড়বে বামেরা। আর ৯২টি আসনে লড়বে কংগ্রেস। যদিও তিন জেলা নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। এমনটাই সূত্রের খবর। পাশাপাশি ঝুলে থাকা ১০১টি আসন নিয়ে আগামী পয়লা ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে। এমনটাই খবর। এদিকে, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করে বাম-কংগ্রেস জোটের আনুষ্ঠানিক ঘোষণা হবে। জানা গিয়েছে সিপিএম সূত্রে। অতিথি তালিকায় থাকছেন একাধিক হেভিওয়েট।

Advertisment

গত সপ্তাহে একবার নিজেদের মধ্যে আসন বণ্টন নিয়ে বৈঠকে বসেছিল বাম-কংগ্রেস। তাতে বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা হয়। কংগ্রেসের তরফে প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরি ১৩০টি আসনের দাবি করেছিলেন, যা মেনে নেওয়া হয়নি বামেদের তরফে। রাজনৈতিক মহলের মতে, বামেদের ১৬টি শরিক দল। তাদের সবাইকে নিয়েই জোটে লড়তে হবে। ফলে জোট শরিকদের সকলের দাবি মেনে তাদের আসন ছাড়তে হবে। তাই সবদিক বজায় রেখে বামেদের পক্ষে জোট সফল করার বাধ্যবাধকতা অনেক বেশি। এই পরিস্থিতিতে বামেরা এই মুহূর্তে ১০১টি আসনে লড়বে। তবে শরিকদের দাবি মেনে আরও আসন তাদের ছাড়তে হতে পারে।

এদিকে, জোট জট অব্যাহত তিন জেলায়। মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, পুরুলিয়া। কারণ, এই তিন জেলাতেই কংগ্রেস এবং বাম – উভয়ের ভিতই শক্ত। অন্যদিকে, নদিয়া এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশেও একই পরিস্থিতি। তাই আসন বণ্টন নিয়ে দু’পক্ষের মতৈক্য হওয়া কিছুটা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে, এদিনের বৈঠকে ঠিক হয়েছে বাম-কংগ্রেসের যৌথ ব্রিগেড সমাবেশের দিনক্ষণ। আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জোটের রাজনৈতিক সমাবেশ। বক্তা হিসেবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও আমন্ত্রিত হতে চলেছেন কানহাইয়া কুমার, তেজস্বী যাদব।

Left Bengal Polls brigade