কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব বাম-বিজেপি। পুরভোটে অশান্তি নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের দুই বিরোধী দল। ভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতে মামলার অনুমতি চাইলেন কলকাতা পুরসভার ২ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। অন্যদিকে আদালতে ভোটে সন্ত্রাস নিয়ে 'তথ্যপ্রমাণ' সহ অভিযোগ দাখিলের আবেদন রাজ্য বিজেপির। দুটি আবেদনই মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। আগামী ২৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে দুটি মামলারই শুনানি হতে পারে।
কলকাতা পুরভোটে হিংসা এড়ানো যায়নি। পুরভোটকে কেন্দ্র করে রবিবার দফায়-দফায় অশান্ত হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্ত। 'ছাপ্পা ভোট', 'বুথ দখল'-এর মতো অভিযোগ উঠেছে। বাদ যায়নি বোমাবাজি, মারধর, চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনাও। একাধিক টিভি-মিডিয়ার দৌলতে ভোটে-অশান্তির সেই ছবি রবিবার দিনভর দেখেছে রাজ্যবাসী।
যদিও দিনের শেষে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই দাবি করেছে পুলিশ। একইসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনও রবিবারের কলকাতা পুরভোট নিয়ে সন্তুষ্ট। কোথাও বুথ দখলের অভিযোগ ওঠেনি বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন- KMC Election 2021: ‘সব বুথে নতুন করে ভোট করাতে হবে’, দাবি শুভেন্দুর
তবে কলকাতা পুরভোটে অশান্তির দায় শাসকদল তৃণমূলের উপরেই চাপিয়ছে বাম ও বিজেপি। রবিবার দিনভর তৃণমূলের একাংশের নেতা-কর্মীদের হাতেই তাঁদের দলের কর্মী-সমর্থকদের 'আক্রান্ত' হতে হয়েছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দুই দলের। পুরভোটে অশান্তির অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বাম ও বিজেপি। আদালত তাঁদের সেই আবেদন গ্রহণও করেছে। ২৩ ডিসেম্বর একযোগে কলকাতা হাইকোর্টে ভোট-মামলার শুনানি হতে পারে।
এদিকে, কলকাতা পুরভোটে অশান্তির আঁচ ছড়িয়েছে রাজ্যজুড়ে। গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ শুরু করে দেয় বিজেপি। বামেরাও পুরভোটে 'বেনজির সন্ত্রাসের' অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিক্ষোভ-অবস্থানের কর্মসূচি নিয়েছে। আজ ও আগামিকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকতা পুরভোটে অশান্তির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছে বামেরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন