scorecardresearch

পুরভোটেও বামেদের দোসর সেই ISF! ১২০টি ওয়ার্ডে প্রার্থীতালিকা ঘোষণা বামফ্রন্টের

Kolkata Civic Poll 2021: বাকি ১৫-১৮টি আসন ছেড়ে রাখা হয়েছে। সরাসরি ভাবে জোট না হলেও এই আসনে কংগ্রেস কিংবা আইএসএফ-কে সমর্থন করবে তারা।

Civic Poll 2021, Candidate List, Left Front
ফাইল ছবি

Kolkata Civic Poll 2021: কালীঘাটে তৃণমূল যখন কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করতে ব্যস্ত, তখন সবার আগে প্রার্থীতালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এদিন প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক বৈঠক করে কলকাতা জেলা বামফ্রন্ট। কংগ্রেস এবং আইএসএফ-র জন্য আসন ছেড়ে ১২০টি ওয়ার্ডে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বামেরা। বাকি ১৫-১৮টি আসন ছেড়ে রাখা হয়েছে। সরাসরি ভাবে জোট না হলেও এই আসনে কংগ্রেস কিংবা আইএসএফ-কে সমর্থন করবে তারা। একুশের ভোটে বাম-কংগ্রেস এবং আইএসএফ-র সংযুক্ত মোর্চা ধরাশায়ী হয়েছিল। তারপর রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয় হয়তো আগামি দিনে আইএসএফ-কে জোটে রাখবে না বামফ্রন্ট। এমনকি সিপিএম-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল ভোট শেষ, জোট শেষ।

তারপর রাজ্যে ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। জোট কিংবা আসন সমঝোতা হয়নি বাম-কংগ্রেসের। উপনির্বাচনে কয়েকটি আসনে একা লড়ে দ্বিতীয়ও স্থানে ছিল বামফ্রন্ট প্রার্থীরা। তাই বাম কর্মী-সমর্থকদের একটি অংশের ধারণা তৈরি হয়েছিল আসন্ন পুর ভোটে একলাই চলবে বামফ্রন্ট। যদিও রাজ্য নেতৃত্ব স্তরে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বাম শরিক আরএসপি-ও আসন্ন পুর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষপাতী ছিল না। তারপরেও এদিনের প্রার্থীতালিকা ঘোষণাতেই স্পষ্ট একুশের ভোটের সমীকরণে পুরভোট লড়তে চায় বামেরা। বিশেষ করে বড় শরিক সিপিএম। এমনটাই বাম নেতৃত্ব সূত্রে খবর। তাই সরাসরি জোটের পথে না গিয়ে আসন সমঝোতা পথে হাঁটতে চাইল বামেরা।  

কারণ একুশের ভোটের আগে বামফ্রন্টের ছোট শরিকদের অভিযোগ ছিল, আব্বাস সিদ্দিকির দলকে জোর করে সংযুক্ত মোর্চায় চাপিয়ে দিয়েছে সিপিএম। যার ফল হাতেনাতে ২-মে পেয়েছে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। কিন্তু তারপরেও শিক্ষা না নিয়ে ফের আইএসএফ-র সঙ্গে জোট বেঁধে পুর ভোট লড়ার সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন বাম কর্মী-সমর্থকরা।  

এদিকে, এদিন প্রার্থীতালিকা ঘোষণার সময় বামেদের তরফে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবি তোলা হয়েছে। পাশাপাশি তৃণমূল এবং বিজেপি, উভয়েই রাজনৈতিক শত্রু, এই নীতি অবলম্বন করেই আসন্ন পুরভোটে লড়বে তারা। সংবাদমাধ্যমকে জানিয়েছে বাম নেতৃত্ব।  

একঝলকে দেখে নেওয়া যাক প্রার্থীতালিকা:

১ পল্লব মুখোপাধ্যায়

২ দেবলীনা সরকার

৩ নমিতা দাস

৪ কানাইলাল পোদ্দার

৫ রমেশ পাণ্ডে

৭ মোহন তাপস কুণ্ডু

৮ মাধব ঘোষ

৯ দীপিকা ভট্টাচার্য

১০ করুণা সেনগুপ্ত

১১ প্রদ্যুৎ নাথ

১২ পূবালী দেব

১৩ বিরোধী দত্ত

১৪ স্বপন ঘোষ

১৫ দীপা সাহা

১৬ সুজিত দেব

১৭ মতিলাল ঘোষ

১৮ শ্রাবণী চক্রবর্তী

১৯ রুমা ভট্টাচার্য

২০ অজিত চৌধুরী

২১ সুজাতা সাহা

২২

২৩ ধীরেন্দ্র পাণ্ডে

২৪ মঞ্জু মোহতা

২৫

২৬ তাপস প্রামাণিক

২৭ পাপিয়া গাঙ্গুলী

২৮ ইজাজ আহমেদ

২৯ মহম্মদ সইদ

৩০ শাশ্বতী দাশগুপ্ত

৩১ তরুণ বসু

৩২ জয়দীপ ভট্টাচার্য

৩৩ মণীষা বিশ্বাস

৩৪

৩৫ সমীর চক্রবর্তী

৩৬ মৌসুমী ঘোষ

৩৭ মিঠু দাস

৩৮ প্রশান্ত দে (গোপাল)

৩৯

৪০ কাবেরী ভট্টাচার্য

৪১ নেহাল আহমেদ কাইজার

৪২ প্রদীপ সিং

৪৩

৪৪ সইদ কাশিমুদ্দিন

৪৫

৪৬ অনুশা আকবর

৪৭

৪৮ অন্বেষা দাস

৪৯

৫০

৫১ রেবতী জানা

৫২ রুকসানা বেগম

৫৩

৫৪ জাহাঙ্গির মণ্ডল

৫৫ চৈতালী ভৌমিক নায়ার

৫৬ জয়শ্রী দেব নন্দী

৫৭

৫৮

৫৯ রমা কর বসু

৬০ মাঞ্জার এহসান

৬১

৬২

৬৩ মহম্মদ সিরাজ খান

৬৪ মহম্মদ আজম জাভেদ

৬৫ অনুলেখা সিনহা

৬৬ সাকিব আখতার

৬৭ দীপু দাস

৬৮ ডরথি ভৌমিক ঘোষাল

৬৯ গোপাল হাজরা

৭০ বরুণ দাস

৭১ কেকা মিত্র

৭২ প্রকাশ ভট্টাচার্য

৭৩ মধুমিতা দাস

৭৪ দীপা চক্রবর্তী

৭৫ খৈয়দ আহমেদ খান

৭৬ শাকিল আখতার

৭৭ সাজদা পারভিন

৭৮ জ্যোতি দাস

৭৯

৮০

৮১ রিঙ্কু দে

৮২ পারমিতা দাশগুপ্ত

৮৩

৮৪ বিথিকা নাথ

৮৫ গোবিন্দ নস্কর

৮৬

৮৭ যুক্তিশ্রী দাস সোম

৮৮ কার্তিক মণ্ডল

৮৯ সলিল চৌধুরী

৯০

৯১ সুরজিৎ সেনগুপ্ত

৯২ মধুছন্দা দেব

৯৩ গোপা রায়চৌধুরী

৯৪ বুলা শীল

৯৫ অন্বেষা ভৌমিক

৯৬ দীপালি গোস্বামী

৯৭ সুশান্ত পাল

৯৮ মৃত্যুঞ্জয় চক্রবর্তী

৯৯ শিখা মুখোপাধ্যায়

১০০

১০১ অতনু চট্টোপাধ্যায়

১০২ ভাস্বতী গঙ্গোপাধ্যায়

১০৩ নন্দিতা রায়

১০৪

১০৫ নমিতা দত্ত

১০৬

১০৭ গৌতম রায়

১০৮ তপন মালিক

১০৯ শিখা পূজারী

১১০

১১১ চয়ন ভট্টাচার্য

১১২ সুব্রত কুমার দে

১১৩

১১৪ মোহিতকুমার ভট্টাচার্য

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Left front announces candidate list for upcoming kolkata civic polls 2021 kolkata