Bengal By-Poll 2021: আগামী উপনির্বাচনে ৪ আসনেই একলা লড়বে বামফ্রন্ট। সোমবার প্রার্থীতালিকা প্রকাশের মধ্যে দিয়ে সেই ইঙ্গিত দিল বাম দলগুলো। সদ্যসমাপ্ত তিন আসনের উপনির্বাচনে সেভাবে সুবিধা করতে পারেনি বাম্ফ্রন্ট। তিন আসনেই জামানত বাজেয়াপ্ত বাম প্রার্থীদের। কিন্তু তাতেও জোট রাজনীতির পথে হাঁটতে চাইছে না বাম দলগুলো। এদিন বামফ্রন্ট কমিটি যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তাতে সেই ইঙ্গিত রয়েছে।

এদিন বামেদের ঘোষিত প্রার্থী তালিকায়—শান্তিপুরের সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো, দিনহাটায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ, খড়দহে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস আর গোসাবা তফসিলি আসনে আরএসপি প্রার্থী অনিল মণ্ডল। বামফ্রন্টের বৈঠকে এই নামগুলো চূড়ান্ত হতেই, সেটা প্রকাশ্যে আনা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন