Advertisment

ফুয়াদ না লড়লেও বালিগঞ্জে বামেদের বাজি পরিবারের সদস্যই, প্রার্থী ঘোষণা আসানসোলেও

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
leftfront declared their candidates name in asansol and ballygunge byelection

দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের।

আসন্ন দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামেরা। বুধবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্য বামফ্রন্ট। আসানসোল লোকসভা উপনির্বাচনে বামেদের প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামেদের বাজি ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিম। সায়রা সম্পর্কে রাজ্যে বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ। এদিন দলের দুই প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Advertisment

ফের একটা নির্বাচন আসন্ন রাজ্যে। আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের পাশাপাশি দেশজুড়ে আরও কয়েকটি রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। গত বছরের ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ কেন্দ্রটি ফাঁকা হয়। অন্যদিকে, বাবুল সুপ্রিয় আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তবে তার আগে আসানসোলের সাংসদ পদও ছেড়ে দেন বাবুল। সেই কারণে ওই কেন্দ্রেও উপনির্বাচন হচ্ছে।

রাজ্যের শাসকদল তৃণমূল আগেই আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহাকে টিকিট দিয়েছে তৃণমূল। যা নিয়ে বহিরাগত তত্ত্ব তুলে রাজ্যের শাসকদলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। একুশের বিধানসভা ভোটের প্রচারে মোদী-শাহ,নাড্ডারা ছাড়াও ভিন রাজ্যের একাধিক হেভিওয়েট বিজেপি নেতা বাংলায় দলের হয়ে প্রচারে এসেছিলেন।

publive-image
ডানদিকে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাম প্রার্থী সায়রা শাহ হালিম। বাঁদিকে আসানসোল লোকসভা উপনির্বাচনে বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়।

আরও পড়ুন- দলত্যাগী বিজেপি বিধায়ককে শুভেন্দুর মারাত্মক ‘হুমকি’! সরগরম বিধানসভা

সেই সময় তাঁদের কটাক্ষ করেও ‘বহিরাগত’ তত্ত্ব খাড়া করেছিল তৃণমূল। এই নিয়ে তরজা তুঙ্গে উঠেছিল। এবার আসানসোল লোকসভা কেন্দ্রে রাজ্যের বাইরের বাসিন্দা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করায় তৃণমূলের বিরুদ্ধে একই অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। যদিও বিজেপির সেই টিপ্পনিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

অন্যদিকে, বিজেপি ছেড়ে আসা বাবুল সুপ্রিয় এবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বাজি। এদিকে, বালিগঞ্জ থেকে একুশের বিধানসভা ভোটেও লড়েছিলেন সিপিএম নেতা ফুয়াদ হালিম। তবে এবার তাঁর জায়গায় উপনির্বাচনে দল প্রার্থী করেছে তাঁর স্ত্রী সায়রাকে।

Left Candidate List Election
Advertisment