Advertisment

‘আমি দুর্নীতিবাজ হলে কেউই সৎ না’! মোদীকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর

ইডি এবং সিবিআই আদালতকে বিভ্রান্ত করেছে দাবি মুখ্যমন্ত্রীর

author-image
IE Bangla Web Desk
New Update
"arvind kejriwal cbi questioning, delhi excise case, kejriwal cbi summon, delhi liquor scam news, liquor policy case, aap, delhi liquor policy case latest updates, delhi excise policy case, arvind kejriwal news

আপ নেতা অতীশি এই সমনকে "বিরোধীদের নির্মূল করার জন্য বিজেপির ফর্মুলা" বলে অভিহিত করেছেন।

মদ কেলেঙ্কারির ঘটনাই ঘটেনি। সিসোদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের পরই সিবিআই-ইডির ভূমিকার সমালোচনা করে তীব্র ভাষায় কেন্দ্রের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘কোনও মদ নীতি কেলেঙ্কারির ঘটনায় ঘটেনি, সিসোদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের হলফনামায় মিথ্যা বলেছে এবং মণীশ সিসোদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

Advertisment

তিনি বলেন, ইডি এবং সিবিআই আদালতকে বিভ্রান্ত করেছে এবং সিসোদিয়াকে ফাঁসানোর জন্য আদালতেও মিথ্যা বলছে ইডি-সিবিআই। তিনি যোগ করেছেন যে দুটি সংস্থার বিরুদ্ধে "মিথ্যা প্রমাণ এবং মিথ্যা প্রমাণ উপস্থাপনের" জন্য উপযুক্ত মামলা দায়ের করা হবে। এই মামলায় সিসোদিয়াকে ফেব্রুয়ারিতেই গ্রেফতার করেছিল সিবিআই।

তিনি আরও অভিযোগ করেন দুটি কেন্দ্রীয় সংস্থা "প্রতিদিন কাউকে না কাউকে ধরছে এবং হুমকি দেওয়া হচ্ছে, মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে", তাদের বাধ্য করা হচ্ছে কথিত মদ কেলেঙ্কারির ঘটনায় দিল্লির মন্ত্রীদের সামনে আনার জন্য। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেজরিওয়াল বলেন, “আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, কী হচ্ছে?" আপ প্রধান এদিন বলেন, ‘দিল্লি মদ কেলেঙ্কারির ঘটনায় ১০০ কোটির কথা বলা হচ্ছে, সিসোদিয়ার থেকে একটাকাও পায়নি ইডি-সিবিআই, তাও তাঁকে আটক করে রাখা হয়েছে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে কেজরিওয়াল বলেন, "মোদিজি, কেজরিওয়াল দুর্নীতিবাজ হলে কেউ সৎ নয়।"

দলের তরফে কেজরিওয়ালের জন্য সমনকে একটি "ষড়যন্ত্র" বলে অভিহিত করা হয়েছে। আপ নেতা অতীশি এই সমনকে "বিরোধীদের নির্মূল করার জন্য বিজেপির ফর্মুলা" বলে উল্লেখ করেছেন।

modi Kejriwal
Advertisment