‘মোদি-ঘনিষ্ঠ’ আদানির বিরুদ্ধে সংসদে তদন্তের দাবি। বাজেট অধিবেশন চতুর্থ দিনেও আদানি ইস্যুতে উত্তাল সংসদ। নিশানায় মোদী সরকার। আদানি অস্ত্রেই জোট কৌশল বিরোধীদের। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার জীবন বীমা কর্পোরেশন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আদানি গ্রুপের অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানগুলির দ্বারা জোরপূর্বক বিনিয়োগের তদন্তের দাবি করেছেন। সেই একই ইস্যুতে আজও উত্তাল সংসদ। আজকের বিক্ষোভের জেরে বিকেল পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের বাজেট অধিবেশন।
বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে জানান, যৌথ সংসদীয় কমিটি বা ভারতের প্রধান বিচারপতি দ্বারা গঠিত একটি দল দ্বারা এই সমস্যাটি খতিয়ে দেখার জন্য তদন্ত চেয়েছিলেন। একই সঙ্গে মোদি-ঘনিষ্ঠ’ আদানির বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের তদন্তের দাবি করেছেন বিরোধী শিবির, সেই সঙ্গে সরকারকে এই নিয়ে সংসদে আলোচনার দাবিও জানানো হয়েছে।
বিরোধী নেতারা বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানালে আজ সকালে সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়। অধিবেশন শুরুর আগে, বিজেপি বিরোধী সমমনস্ক সবদল- কংগ্রেস, ডিএমকে, টিএমসি, এসপি, জেডি(ইউ), শিবসেনা, সিপিআই(এম), সিপিআই, এনসিপি, আইইউএমএল, এনসি, আপ এবং কেরল কংগ্রেসের নেতারা সংসদে বৈঠক করেন বৈঠক করেন। চলতি বাজেট অধিবেশন চলাকালীন সরকারের বিরুদ্ধে আদানি গ্রুপ বিতর্ককে ইস্যু করেছে বিরোদী দলগুলি। লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম দুপুর পর্যন্ত মুলতবি করা হয়। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি আদানি হিন্ডেনবার্গ মামলায় সংসদের উভয় কক্ষ এবং এর যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি তদন্ত বা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি করছে।
শুক্রবার আদানি ও চিন সীমান্ত সংঘাত ইস্যুতে উত্তপ্ত সংসদ। বাজেট অধিবেশনের চতুর্থ দিনে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ হওয়ার কথা থাকলেও আদানি হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে সরকারকে তীব্র আক্রমণ শানান বিরোধীরা। একই সঙ্গে চিনের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়েও আলোচনার দাবি জানায় বিরোধীরা। বিরোধী নেতারা বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানালে আজ সকালে সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়। গতকালের মত আজও বিকেল পর্যন্ত অধিবেশন মুলতবি করতে হয়েছে।
আরও পড়ুন: < আদানিদের অবস্থা টালমাটাল হতেই মমতাকে নিশানা শুভেন্দুর, ১০ লাখ চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন >
সংসদের কার্যক্রম শুরুর আগে আজ সকাল ১০টায় বিরোধী দলগুলো এক বৈঠকে আদানি ইস্যুতে সরকারকে আক্রমণের কৌশল তৈরি করে। সংসদের কার্যক্রম শুরু হতেই লোকসভা ও রাজ্যসভার উভয় কক্ষেই বিরোধী তদন্তের দাবিতে হট্টগোল শুরু করেন। যার কারণে রাজ্যসভার অধিবেশন দুপুর আড়াইটা পর্যন্ত এবং লোকসভার এদিনের অধিবেশন দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। তদন্তের দাবিতে সকল বিরোধী দল একজোট হয়েছে এবং যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবিতে অনড় রয়েছে। একই সঙ্গে আগামী ৬ ই ফেব্রুয়ারি সারা দেশে এলআইসি এবং এসবিআই অফিসের সামনে বিক্ষোভের ঘোষণা করেছে কংগ্রেস।