Advertisment

প্রচারের ক্ষীর খেতে পারে অন্যরা! আঁচ করেই মাস্ট্রার স্ট্রোক মোদীর?

লোকসভার আগে মোদী মাহাত্ম্যে যেন বিন্দুমাত্র টোল না পড়ে, চরম সতর্ক পদ্ম বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
am Rajya Ayodhya Modis speech 2014 Lok Sabha election , রাম রাজ্য অযোধ্যা মোদীর ভাষণ ২০২৪ লোকসভা নির্বাচন

প্রধানমন্ত্রী নরেন্দ মোদী।

জানুয়ারিতে উদ্বোধন অযোধ্যার রামলালার মন্দিরের। সেদিন মেগা ইভেন্টের সাক্ষী হবে গোটা দেশ। নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিতদের তালিকা তৈরি। অথচ এই জাঁকজমকপূর্ণ উদ্ধোধনী অনুষ্ঠানে থাকতে পারছেন না অযোধ্যার রামমন্দির আন্দোলনের দুই কান্ডারি লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশী! রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এই দাবি করেছেন।

Advertisment

মোদী জমানায় শুরু থেকেই আঁধারে ৯৬ বছরের আডবাণী। একই অবস্থা অটলবিহারী বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নবতিপর মরলীমনোহর যোশীরও। বর্তমানে বিজেপির মার্গ-দর্শকের ভূমিকায় রয়েছেন তাঁরা। দুই প্রবীণ নেতার এই পরিণতির জন্য বিজেপির 'পোস্টার বয়' নরেন্দ্র মোদীর কৌশলের কথা গেরুয়া শিবিরের চর্চা উঠে আসে। এই পরিস্থিতিতে জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আডবাণী-যোশীর না থাকা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী মোদীতে মহিমান্বিত করতেই কী আডবাণী, যোশীর মতো রাম মন্দির আন্দোলনের কান্ডারীদের ব্রাত্য করা হল?

রামমন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাই বলেছেন, 'দুজনেই (আডবাণী এবং যোশী) বৃহত্তর গেরুয়া পরিবারের প্রবীণ সদস্য। লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশী উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না। তাঁদের স্বাস্থ্য ও বয়সজনিত কারণেই এই সিদ্ধান্ত। উভয়েই পরিবারের প্রবীণতম এবং তাঁদের বয়সের কথা ভেবেই, না আসতে অনুরোধ করা হয়েছে। তাঁরা অনুরোধ গ্রহণ করেছেন।'

চম্পত রাইয়ের কথায়, 'অনুষ্ঠানের সব প্রস্তুতি ১৫ জানুয়ারি-র মধ্যে সম্পন্ন হয়ে যাবে। বিগগ্রহের প্রাণ প্রতিষ্টার পুজো ১৬ জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ১৫০ জন ঋষি-সাধু এবং ছ'জন শঙ্করাচার্য সহ ১৩টি আখড়ার সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। প্রায় চার হাজার সাধুকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আরও ২২০০ জন অতিথিকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কাশী বিশ্বনাথ, বৈষ্ণোদেবীর মন্দিরের প্রধান পুরোহিত এবং ধর্মীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।'

আরও পড়ুন- কল্যাণ ভেঙাচ্ছেন ধনখড়কে, ভিডিয়ো করছেন রাহুল! চরম বিতর্কে মুখ খুললেন উপরাষ্ট্রপতি

চম্পত রাইয়ের দাবি অনুযাযী, আধ্যাত্মিক গুরু দলাই লামা, কেরলের মাতা অমৃতানন্দময়ী , যোগগুরু বাবা রামদেব, অভিনেতা রজনীকান্ত, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অরুণ গোভিল, চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর, শিল্পপতি মুকেশ আম্বানি, অনিল আম্বানি, চিত্রকর বাসুদেব কামাত, ইসরোর অধিকর্তা নীলেশ দেশাই সহ আরও অনেক নাজাগা ব্যক্তিত্যই অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত।

Murali Monhar Joshi Ayodhya Ram Temple L K Advani Ram Temple modi bjp
Advertisment