Advertisment

Bharat Ratna to Lal Krishna Advani: ভারতরত্ন পাচ্ছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি, ঘোষণা প্রধানমন্ত্রীর

ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি 'ভারতরত্ন' সম্মান পেতে চলেছেন, সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন খোদ মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Advani

LK আদবানিকে সম্মানজনক ভারতরত্ন দেওয়া হবে।

ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়া হবে। টুইট করে এই তথ্য জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে এই তথ্য প্রদান করে বলেন, 'এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি'। মোদী লিখেছেন, 'লাল কৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন পুরষ্কারে সম্মানিত করা হবে'। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমি তাঁর সঙ্গে কথা বলেছি এবং অভিনন্দন জানিয়েছি। আডবাণী আমাদের সময়ের অন্যতম সম্মানিত রাজনীতিবিদ এবং ভারতের উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়'।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'লালকৃষ্ণ আডবাণী তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছিলেন এবং দেশের উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবেও তার ছাপ রেখেছেন। লালকৃষ্ণ আডবাণী তিনবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি অটল বিহারী বাজপেয়ীর সরকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীও ছিলেন'।

লাল কৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন প্রদানের তথ্য শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, 'আডবাণী কয়েক দশক ধরে দেশের উন্নয়নে কাজ করেছেন এবং স্বচ্ছতা ও সততার জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন,আডবাণী রাজনৈতিক নীতিশাস্ত্রে মান নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আডবাণী জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনের জন্য অনন্য প্রচেষ্টা চালিয়েছেন। তাকে ভারতরত্ন দিয়ে সম্মান জানানোটা আমার জন্য খুবই আবেগময় মুহূর্ত। আমি তাঁর কাছ থেকে শেখার অগণিত সুযোগ পেয়েছি' ।

L K Advani
Advertisment