/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_460dfd.jpg)
গুজরাট দাঙ্গার পর মোদী কুর্সি বাঁচিয়েছিলেন আদবানি....কেন এই কথা বললেন কংগ্রেস নেতা?
দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন' পুরস্কারে ভূষিত হতে চলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি। ৩রা ফেব্রুয়ারি শনিবার এই তথ্য জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন এই নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির পর এবার প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশও আদবানিকে ভারতরন্ত দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
জয়রাম রমেশ বলেছেন, যে ২০২২ সালে, যখন গুজরাটে দাঙ্গা হয়েছিল, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন তাঁর কুর্সি হারাতে চলেছিলেন। কিন্তু প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানি তার গদি বাঁচিয়েছিলেন। তিনি আরও বলেন, ‘বাজপেয়ী মোদীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সেদিন ঢাল হিসাবে মোদীকে রক্ষা করেছিলেন স্বয়ং আদবানি'।
জয়রাম রমেশ বলেন, 'গুজরাট দাঙ্গার পর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মোদীকে 'রাজধর্ম' পাঠের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু একজন ব্যক্তি তাঁকে বাঁচাতে চেয়েছিলেন, আর সেটা কেউ নয়। লাল কৃষ্ণ আদবানি'। জয়রাম রমেশ আরও বলেন, "আদবানিই ২০১৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন দুর্দান্ত ইভেন্ট ম্যানেজার হিসাবে বর্ণনা করেছিলেন'।
आज दोपहर मोहनपुर, देवघर में हुई प्रेस कॉन्फ्रेंस में LK अडवाणी को भारत रत्न दिए जाने को लेकर एक पत्रकार साथी के सवाल पर मेरा जवाब।
In my press meet this afternoon at Mohanpur in Deoghar district of Jharkhand I was asked about the Bharat Ratna to Mr. L.K. Advani. This was my… pic.twitter.com/IjnGIgDZoL— Jairam Ramesh (@Jairam_Ramesh) February 3, 2024
কংগ্রেস নেতার এই মন্তব্যে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব পাল্টা জবাব দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে মেধার ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়। এই সরকার কংগ্রেস সরকারের থেকে আলাদা যেখানে পুরষ্কার দেওয়া হত শুধুমাত্র মিত্রদের। তিনি বলেছিলেন যে কংগ্রেস নেতারা এই পরিবর্তন হজম করতে পারছেন না এবং তাই হতাশা থেকে এমন বিবৃতি দিচ্ছেন।