Advertisment

LK Advani Admitted in Hospital: গুরুতর অসুস্থ! ICU-তে বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি

LK Advani Admitted in Hospital: গুরুতর অসুস্থ! ICU-তে বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি। এই মুহূর্তে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে প্রবীণ বিজেপি নেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
lk Advani hospitalised, L K Advani, Lal Krishna Advani, LK Advani, AIIMS, All India Institute of Medical Sciences (AIIMS), lk Advani hospitalised at aiims, Indian express news, current affairs

গুরুতর অসুস্থ! ICU-তে বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি।

LK Advani Admitted in Hospital: গুরুতর অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি। এই মুহূর্তে  দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে প্রবীণ বিজেপি নেতার।

Advertisment

প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে ৯৬ বছর বয়সী আদবানিকে স্নায়বিক সমস্যার কারণে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হাসপাতালের নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ ডক্টর বিনীত সুরির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। ICU-তে রেখেই চিকিৎসা চলছে আদবানির।

এর আগেও দুবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন আদবানি। চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে এবং আগস্ট মাসেও দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন আদবানি। প্রবীণ বিজেপি নেতাকে দু'দিন পর্যবেক্ষণে রাখার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

অ্যাপোলোর আগে, আদবানিকে  অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (দিল্লি এইমস) ভর্তি করা হয়েছিল এবং সেখানে রাতভর রাখার পর হাসপাতাল থেকে ছেড়ে তাঁকে  দেওয়া হয়।

Advertisment

অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে চলতি বছর সর্বোচ্চ সাধারণ সম্মান 'ভারতরত্ন'প্রদান করা হয়।   রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বর্ষীয়ান নেতা যোগ দিতে না পারায় তাঁর বাড়িতেই তাঁকে ভারত রত্ন প্রদান করা হয়। 

L K Advani
Advertisment