ফের পুলিশের বিরুদ্ধে 'বেআইনিভাবে' তাঁকে আটকের অভিযোগ তুলেন পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। তাঁকে দলের যুব শাখার মেতার বাড়ি পুলওয়ামাতে যেতে দেওয়া হচ্ছে না বলে দাবি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। পিডিপি নেত্রীর অভিযোগ, পুলিশ তাঁর কন্যা ইলতিজাকেও গৃহবন্দি করেছে।
শুক্রবার টুইটে পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি লিখেছেন, 'আমাকে ফের বেআইনিভাবে আটক করা হয়েছে। গত দু’দিন ধরে কাশ্মীর প্রশাসন আমাকে ওয়াহিদ পারার পরিবারের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। বিজেপির মন্ত্রীরা আর ওদের অনুগতরা কাশ্মীরের প্রতিটি কোণায় ঘুরে বেড়াচ্ছে। সমস্যা শুধু আমার ক্ষেত্রেই।'
কাশ্মীর ইস্যুতে কেন্দ্রের ভূমিকায় সরব মেহেবুবার কন্যা ইলতিজা জাভেদকেও গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ পিডিপি নেত্রীর। তিনি জানিয়েছেন, 'এমনকী ওয়াহিদ পারার বাড়িতে আমার মেয়ে ইলতিজা যেতে চাওয়ায় ওকেও গৃহবন্দি করা হয়েছে।'
মুফতির এই চুইটের পর পরই পুলওয়ামার এসএসপি শ্রীনগরের স্পেশাল সিকিউরিটি গ্রুপের ডায়েরেক্টরকে চিঠিতে জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যে পথে পুলওয়ামা যেতে চান তার নিরপত্তা খতিয়ে দেখা হয়নি। নির্বাচন সংক্রান্ত কাজের পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যস্ত থাকায় তা করা সম্ভব হচ্ছে না। মেহেবুবা মুফতিকে তাঁর কর্মসূচি পিছনোর জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গতবছর কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় রাজনৈতিক দলের নেতা-নেত্রীকে আটক করেছিল প্রশাসন। পরে তাঁদের গৃহবন্দী কর হয়। চলতি বছর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সেই গৃহবন্দিদশা থেকে মুক্ত করা হয়েছে মেহেবুবা মুফতিকে। এরপরও উপত্যকার ৩৭০ ধারা ফেরানোর দাবিতে সরব জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। তৈরি করেছেন গুপ্তকার জোট। যার বিরুদ্ধে সোচ্চার কেন্দ্রীয় শাসক দল। এই সবের মাঝেই এদিন ফের 'বেআইনিভাবে' তাঁকে আটকের অভিযোগ করেছেন পিডিপি নেত্রী।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন