Advertisment

লকেট-কুণাল টুইট যুদ্ধ, তবুও চর্চায় সাংসদের দলবদল

একুশের ভোটে পরাজয়ের পরই রাজনীতির ময়দানে লকেট চট্টোপাধ্যায়কে কম দেখা গিয়েছে। এমনকী উপনির্বাচন বা জঙ্গিপুর, সামশেরগঞ্জে ভোটেও তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
locket chatterjee kunal ghosh twitter war

লকেট চ্যাটার্জী, কুণাল ঘোষ

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কী দলবদল করবেন? সোমবার সকালে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ টুইটে এই জল্পনা মাথাচাড় দেয়। জোর গুঞ্জন ওঠে গেরুয়া শিবিরের অন্দরেও। এরপরই পাল্টা টুইট করেন হুগলির সাংসদ। পরক্ষণেই টুইটেই যার জবাবও দেন কুণাল ঘোষ।

Advertisment

এদিন সকালে কুণাল ঘোষ লেখেন, 'ভবানীপুরে প্রচারে না আসায় তারকা প্রচারক লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ ও শুভেচ্ছা। বিজেপির অনেক অনুরোধ সত্ত্বেও আপনি প্রচার করেননি। আপনি যেখানেই থাকুন বন্ধু হিসাবে আপনার সাফল্য কামনা করি। পৃথিবী খুব ছোট। আশা করি সেই দিনগুলো আবার ফিরে আসবে যখন আপনি আপনার রাজনৈতিক ইনিংস শুরু করবেন।'

কুণাল ঘোষের এই টুইট ঘিরেই জল্পনা বাড়ে। বিশেষ করে তাঁর টুইটের শেষের অংশ ঘিরে। বাবুল সুপ্রিয়র পর কী আরও এক বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিচ্ছেন? রাজ্যের ভোটের আবহে এই প্রশ্ন ঘিরে চর্চা শুরু হয়।

এর কয়েকঘন্টা পর টুইটেই জবাব দেন লকেট চট্টোপাধ্যায়। কুণাল ঘোষকে উদ্দেশ্য করে লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে যেন হেরে না যান, সেদিকে আপনার মনোযোগ দেওয়া উচিত।'

এখানেই শেষ নয়। পরক্ষণেই পাল্টা টুইট করেন তৃণমল নেতা। লেখেন, 'হা হা! চিন্তা করবেন না। মামাতাদি বড় ব্যবধানে জয়ী হবেন। আপনি এটাও চান। আমি জানি যে আপনাকে দলের হয়ে লিখতে হয়েছে। তবুও আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ এই টুইটেও আপনি বিজেপি প্রার্থীর নাম উল্লেখ করেননি। কোথায় চোখ, কোথায় নিশানা। সাবাশ।'

একুশের ভোটে পরাজয়ের পরই রাজনীতির ময়দানে লকেট চট্টোপাধ্যায়কে কম দেখা গিয়েছে। এমনকী উপনির্বাচন বা জঙ্গিপুর, সামশেরগঞ্জে ভোটেও তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি। গুঞ্জন যে দলবদল করবেন তিনি। ফিরবেন তৃণমূলে। শোনা গিয়েছে এই খবর রটতেই ইতিমধ্যেই দিল্লিতে তাঁর সঙ্গে কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অবশ্য, এদিনের টুইটে মুখ্যমন্ত্রীর জয় নিয়ে প্রস্ন তুলে সেই চর্চায় জল ঢালার চেষ্টা করেছেন হুগলির সাংসদ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা যে, এতে সংশয়ের ইতি হয়নি, উল্টে তারকা প্রচারকের তালিকায় ঠাঁই পেয়েও কেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে দেখা গেল না লকেটকে- এই জল্পনা আরও গভীর হচ্ছে।

আরও পড়ুন- ধুন্ধুমার যদুবাবুর বাজার, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, মাথা ফাটল বিজেপি কর্মীর

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Locket Chatterjee Kunal Ghosh Bhawanipur
Advertisment