কাটমানি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ‘মুখ্যমন্ত্রীও কাটমানি নিয়েছেন’, মঙ্গলবার সংসদে এ কথাই বলেছেন হুগলির সাংসদ। এদিন লকেট বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, ২৫ শতাংশ টাকা ওখানে দাও, ৭৫ শতাংশ আমাকে দাও। তার মানে, মুখ্যমন্ত্রীর কাছে ৭৫ শতাংশ আছে’’। এরপরই লকেটের দাবি, ‘‘কালীঘাটে ১৩ খানা ফ্ল্যাট, পুরী-গোয়াতে কাটমানির পয়সায় হোটেল, থাইল্যান্ড থেকে সোনা আসছে। কাটমানির পয়সা কোথায়, তৃণমূল সুপ্রিমোকে এর উত্তর দিতে হবে’’।
আরও পড়ুন: ‘স্বামীর কথায় নুসরত কি বিজেপিতে যাচ্ছেন?’
কাটমানি ইস্যুতে এদিন সংসদে বলতে উঠে একদা মমতার দলেরই সদস্য তথা অভিনেত্রী লকেট বলেন, ‘‘শিশু যখন মাতৃগর্ভে জন্ম নেয়, মা যখন বেড নিতে যায় হাসপাতালে, সেই হাসপাতালে যখন বেডের ভাড়া চাওয়া হয়, সেখান থেকে কাটমানি শুরু হয়। আর যখন মৃত্যু হয়, দাহ করার জন্য যখন কোনও বৃদ্ধ যান, সেখানেও কাটমানি চাওয়া হয়। জন্ম থকে মৃত্যু পর্যন্ত কাটমানি চাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে কাটমানি নেওয়া হচ্ছে। নিচুতলা থেকে উপরতলার কর্মী, মন্ত্রী পর্যন্ত কাটমানিতে জড়িয়ে আছে। ৮-১০ বছর পর মনে পড়ল কাটমানি ফেরত দিতে হবে! যাঁরা কাটমানি নিয়েছেনে, তাঁরাই বিচার চাইছেন, যাঁরা চোর তাঁরা বলছেন চুরির বিচার চাই’’!
আরও পড়ুন- বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার
প্রসঙ্গত, লোকসভা ভোটে বিপর্যয়ের পর একুশের বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়ানোর কৌশল হিসেবে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের দ্বারস্থ হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই দলের নেতাদের কাটমানির টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কাটমানির টাকা ফিরিয়ে জনমানসে দলের স্বচ্ছ ভাবমূর্তিকেই সামনে আনার কৌশল নিতে চাইছে তৃণমূল, এমনটাই মত ওই অংশের। কিন্তু কাটমানির টাকা ফেরত ঘিরে রাজ্যজুড়ে কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। যত দিন যাচ্ছে, কাটমানিকাণ্ডে ততই অস্বস্তি বাড়ছে তৃণমূলের। এ প্রসঙ্গে বিজেপির আরেক সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, ‘‘মানুষের বিশ্বাস যখন চলে যায়, তখন কোনও ওষুধই কাজ করে না। ওঁরা যেটা ভেবেছিলেন, উল্টো হয়েছে। শুদ্ধিকরণ করতে গিয়ে শ্রাদ্ধকরণ হয়ে যাচ্ছে’’।