Advertisment

উত্তাল সংসদ, তুমুল হট্টগোলে ৫ মিনিটেই মুলুতুবি লোকসভা, বিরোধীদের চরম কটাক্ষ মোদীর

এই শীতকালীন অধিবেশনে মোট ৯২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যা সর্বকালীন রেকর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Oppn to strongly raise demand for home minister's statement on Parliament security breach

সোমবার রেকর্ড সংখ্যক বিরোধী সাংসদকে বিশৃঙ্খলার জন্য সাসপেন্ড করা হয়েছে।

সংসদে নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে মঙ্গলবারও বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল সংসদের দুই কক্ষ। প্রধানমন্ত্রীর বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে এদিনও দুই কক্ষেই সোচ্চার বিরোধী সাংসদরা। সোমবার রেকর্ড সংখ্যক বিরোধী সাংসদকে বিশৃঙ্খলার জন্য সাসপেন্ড করা হয়েছে।

Advertisment

এই শীতকালীন অধিবেশনে মোট ৯২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যা সর্বকালীন রেকর্ড। এই অবস্থায় এদিনও বিরোধীরা ওয়েলে নেমে এসে প্রতিবাদ জানান, প্ল্যাকার্ড-স্লোগানে সংসদের কাজকর্ম ব্যাহত হয়।

এদিকে বিরোধী দলের নেতাদের কটাক্ষ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, 'বিরোধীদের নাটকীয়তা চলতে থাকলে তারা ক্ষমতায় ফিরে আসতে পারবে না এবং আজকের সংখ্যায় জিততে পারবে না।'

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বিরোধীদের প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গঠনমূলক কিছু করা কিছু লোকের ভাগ্যে নেই। "কিছু দল একভাবে সংসদে নিরাপত্তা লঙ্ঘনের সমর্থনে সোচ্চার; এটি লঙ্ঘনের মতোই বিপজ্জনক। গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেকেরই সংসদে নিরাপত্তা লঙ্ঘনের যৌথভাবে নিন্দা করা উচিত ছিল," তিনি বলেছিলেন।

"আমরা এখানে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি। জনগণ আমাদের সমর্থন করেছে। বিরোধীদের এজেন্ডা সংবিধান এবং সংসদীয় ক্ষমতাকে অসম্মান করা এবং এটি দুঃখজনক," প্রধানমন্ত্রী অভিযোগ করেন।

আরও পড়ুন সংসদে নজির, একদিনে সাসপেন্ড ৭৮ বিরোধী সাংসদ

'বিরোধিতার থিয়েট্রিক্সে আমাদের নাড়া দেওয়া উচিত নয়। দল হিসেবে আমরা সংবিধান ও সংসদীয় বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করে যাবো এবং জনাদেশকে সম্মান জানাব,' বলেন তিনি।

মোদি বলেছিলেন যে ইন্ডিয়া জোটের লক্ষ্য তাঁর সরকারকে ছুঁড়ে ফেলা, তাঁর সরকারের লক্ষ্য দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করা। এদিন বিরোধীদের হট্টগোলে ৫ মিনিটের মধ্যে লোকসভার অধিবেশন মুলুতুবি হয়ে যায়।

বিরোধী সাংসদরা প্ল্যাকার্ড দেখিয়ে এবং "প্রধানমন্ত্রী সদন মে আও, স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দো" স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় লোকসভা অধিবেশন ৫ মিনিটের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত মুলতবি হয়ে যায়। এদিকে, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বিরোধীদের কটাক্ষ করে বলেছেন যে তারা সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের শোক ভুলতে না পেরে এসব করছেন।

প্রতিবাদী বিরোধীদের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে কিছু লোক গঠনমূলক কাজ করার জন্য ভাগ্যবান নয় এবং তারা যদি তাদের বিদ্বেষ অব্যাহত রাখে তবে তারা বর্তমান শক্তিতেও লোকসভায় ফিরে আসবে না। মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে বিজেপি সাংসদদের সম্বোধন করে মোদি তাঁদের বলেছিলেন যে বিরোধীদের নাটকীয়তায় তাঁদের নাড়া দেওয়া উচিত নয়।

PM Narendra Modi Parliament Winter Session INDIA Alliance parliament security breach
Advertisment