Advertisment

'লোকসভার ক্যামেরা বিরোধীদের দেখায় না', ডিজিটাল ভেদাভেদের অভিযোগ অধীরের

লোকসভা টিভির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কংগ্রেস নেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পেট্রোপণ্য-রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কৃষি আইন সংক্রান্ত নানা বিষয়ে বারে বারেই শাসক পক্ষকে নিশানা করছে বিরোধী শিবির। সংসদের দুই কক্ষেই চলছে তুমুল হইহট্টগোল। ফলে একাধিকবার মুলতুবি হয়ে যাচ্ছে লোকসভা-রাজ্যসভার অধিবেশন। এই প্রেক্ষিতে সরকার পক্ষের বিরুদ্ধে 'ডিজিটাল ভেদাভেদ'-এর অভিযোগ তুলেছেন লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।

Advertisment

কী বলেছেন অধীর চৌধুরী?

লোকসভার অধিবেশন সরাসরি সম্প্রচারিত হয় লোকসভা টিভি-তে। এক্ষেত্রে লোকসভা টিভি-র বিরুদ্ধে সরাসরি সম্প্রচারে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, 'বিরোধীদের বক্তব্য লোকসভা টিভি সম্পচার করেন না। কিন্তু ট্রেজারি বেঞ্চের কেউ যখন বলেন তখন তা সবটাই দেখানো হয়ে থাকে।'

এই অভিযোগের পর পরই স্পিকার ওম বিড়লা অধীরবাবুর থেকে জানতে চান, বিরোধীদের স্লোগান-হইহট্টগোলে বারে বারে অধিবেশ ব্যহত হচ্ছে। দেশবাসী এইসব দেখুক, আপনি কী সেটাই চান? জবাবে লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, 'সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম অংশ হল প্রতিবাদ।'

এরপর ফের অধীরবাবু লোকসভায় কংগ্রেস সহ বিরোধীদের বক্তব্য 'ব্ল্যাক আউট' না করার আর্জি জানান। পরে, বিরোধীদের স্লোগানিং-চেঁচামিচির মধ্যেই প্রশ্ন-উত্তর পর্ব জারি রাখার নির্দেশ দেন লোকসভার স্পিকার।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS adhir choudhury Lok Sabha Adhir Ranjan Chowdhuri
Advertisment