Advertisment

Lok Sabha: ৩ কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার, সর্বসম্মত সিদ্ধান্ত স্বাধিকাররক্ষা কমিটির

লোকসভার স্বাধিকাররক্ষা কমিটি তিন কংগ্রেস সাংসদ আব্দুল খালিক, ডক্টর কে জয়কুমার, বিজয় কুমার ওরফে বিজয় বসন্তের সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
congress mps suspension revoked

কংগ্রেস সাংসদ আবদুল হক, বিজয় বসন্ত ও কে জয়কুমার।

৩ জন কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার, লোকসভার স্বাধিকাররক্ষা কমিটির বড় সিদ্ধান্ত। লোকসভার স্বাধিকাররক্ষা কমিটি তিন কংগ্রেস সাংসদ আব্দুল খালিক, ডক্টর কে জয়কুমার, বিজয় কুমার ওরফে বিজয় বসন্তের সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাধিকাররক্ষা কমিটি লোকসভার স্পিকারের কাছে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে সুপারিশ করবে।

Advertisment

শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে লোকসভা থেকে বরখাস্ত তিন সাংসদের বরখাস্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলের এই তিন সাংসদ আজ কমিটির সামনে হাজির হন। তিনজনের স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে স্পিকারের কাছে প্রতিবেদন পাঠাচ্ছে কমিটি। যাদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হয়েছে তারা হলেন আব্দুল খালিক, ডাঃ কে জয়কুমার বিজয় কুমার ওরফে বিজয় বসন্ত।

তিন সাংসদ হাউসে তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। ১৮ ডিসেম্বর, তিনজন সাংসদকে সংসদে অশালীন আচরণের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লা সাসপেন্ড করেছিলেন। সংসদের শীতকালীন অধিবেশনে উভয় কক্ষ থেকে ১৪৬ জন সাংসদকে বরখাস্ত করা হয়েছিল।

এর মধ্যে ১৩২ জনকে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত বরখাস্ত করা হয়েছিল, অন্যদিকে লোকসভার তিনজন এবং রাজ্যসভার ১১ জনকে স্বাধিকাররক্ষা কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত বরখাস্ত করা হয়। এর মধ্যে আজ প্রিভিলেজ কমিটি সাংসদের বরখাস্তের প্রত্যাহারের সুপারিশ করেছে। রাজ্যসভার প্রিভিলেজ কমিটির বৈঠকে ১১ জন সাংসদের বরখাস্তের বিষয়টি খতিয়ে দেখা হবে।

Lok Sabha
Advertisment