Advertisment

Lok Sabha Election 2024 Phase 2: লোকসভা নির্বাচন ২০২৪, দ্বিতীয় দফায় বাংলা ছাড়াও কোন রাজ্যের কোন কেন্দ্রে ভোট?

Lok Sabha Election 2024: এবারের লোকসভা নির্বাচন মোট ৭ দফায় অনুষ্ঠিত হতে চলেছে। গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আগামী ১ জুন শেষ পর্বের ভোট। আগামী ৪ জুন ভোটের ফল ঘোষণা হবে। দেশজুড়ে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হতে চলেছে আগামী ২৬ এপ্রিল। ওই দিন পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশ কিছু রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Elections 2024 Phase 2 Full Schedule: লোকসভা নির্বাচন দ্বিতীয় দফা পুরো সূচি

Lok Sabha Election 2024 Phase 2: দ্বিতীয় দফায় কোন রাজ্যের কোন কেন্দ্রে নির্বাচন?

Lok Sabha Elections 2024 Phase 2 Full Schedule: অষ্টাদশ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) মোট ৭ দফায় অনুষ্ঠিত হচ্ছে গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই গত ১৯ এপ্রিল দেশে প্রথম দফার লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। আগামী ১ জুন হবে শেষ দফার ভোটগ্রহণ। ৪ জুন ভোটের ফল ঘোষণা হবে। প্রথম দফার ভোটপর্ব মেটার পর এবার পালা দ্বিতীয় পর্বের। দ্বিতীয় পর্বে আগামী ২৬ এপ্রিল অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গ ছাড়াও আর কোন কোন রাজ্যের কোন কোন কেন্দ্রে নির্বাচন হতে চলেছে?

Advertisment

আগামী শুক্রবার দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ওই দিন দেশের ১৩ রাজ্যের ৮৯ আসনে ভোটগ্রহণ হতে চলেছে। একনজরে রইল সেই তালিকা।

১. বিহারের ৫ কেন্দ্রে আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচন (Lok Sabha Polls) অনুষ্ঠিত হতে চলেছে। সেই কেন্দ্রগুলি হল, কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর, বাঙ্কা।

২. অসমেও ৫ কেন্দ্রে আগামী শুক্রবার ভোটগ্রহণ হবে। ওই কেন্দ্রগুলি হল, শিলচর, করিমগঞ্জ, মঙ্গলদই, নগাঁও ও কালিয়াবর।

৩. মধ্যপ্রদেশের ৭ আসনে ২৬ এপ্রিল নির্বাচন হবে। কেন্দ্রগুলি হল, বেতুল, রেওয়া, হোশাঙ্গাবাদ, খাজুরাহো, সাতনা, টিকামগড় এবং দামোহ।

৪. ছত্তীশগড়ের তিনটি আসনে নির্বাচন হবে। রাজনন্দগাঁও, কাঙ্কের ও মহাসামুন্দস কেন্দ্রে আগামী ২৬ তারিখ ভোটগ্রহণ।

৫. রাজস্থানের ১৩ আসনে ভোটগ্রহণ হবে। আজমেঢ়, পালি, বারমের, জালোর, টঙ্ক-সাওয়াই মাধোপুর, যোধপুর, উদয়পুর, চিত্তোরগড়, বাঁশওয়ারা, কোটা, ঝালাওয়ার-বরান, রাজসামন্দ, ভিলওয়ারা কেন্দ্রে নির্বাচন হবে।

আরও পড়ুন- Amit Shah: ‘বাংলায় চাকরি পেতে ১০-১৫ লক্ষ টাকা ঘুষ’, চরম কটাক্ষে তৃণমূলকে তুলোধনা শাহের

৬. উত্তর প্রদেশের ৮টি আসনে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরাট, আমরাহো, বাগপত, গৌতমবুদ্ধ নগর, মথুরা, আলিগড়, বুলন্দশহর, গাজিয়াবাদ কেন্দ্রে ভোট হবে।

৭. মহারাষ্ট্রের ৮ আসনে নির্বাচন হবে। ওয়ার্ধা, অমরাবতী, বুলধানা, আকোলা, হিঙ্গোলি, পারভানি, নান্দেড়, ইয়াভাতমাল ওয়াশিম কেন্দ্রে নির্বাচন হবে।

৮. জম্মুতে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- Darjeeling Politics: পাহাড়ে মহা-জোট! ভিডিও বার্তায় বিজেপির রাজু বিস্তাকে সমর্থনের ঘোষণা কংগ্রেস নেতার

৯. কর্ণাটকের ১৪ আসনে দ্বিতীয় দফায় লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রগুলি হল, বিজাপুর, বেলগাঁও, চিক্কোডি, বাগলকোট, কোপ্পাল, রাইচুর, বিদার, শিমোগা, বেল্লারি, উত্তর কন্নড়, হাভেরি, দাভানাগেরে, গুলবার্গ, ধারওয়াড়।

১০. কেরলের ২০ আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলি হল, ওয়াইনাড, কান্নুর, কাসারগোদ, মালাপ্পুরম, ভাদাকারা, পালাক্কাদ, ত্রিশূড়, এর্নাকুলাম, আলাপ্পুঝা, কোল্লাম, থিঙ্গাল, পাথানামথিত্তা, কোঝিকোড়, ইদুক্কি, পোন্নানি, চালাকুডি, আত্তিঙ্গাল, আলাথুর, কোয়াট্টাম ও মাবেলিক্কারা।

আরও পড়ুন- TMC VS CPIM: কী এমন ঘটল ডায়মন্ড হারবারে? অভিষেকের দলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ সিপিএমের!

১২. মণিপুরে একটি আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে।

১৩. পশ্চিমবঙ্গের তিনটি আসনে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। সেই আসনগুলি হল, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।

bjp CONGRESS rahul gandhi Mamata Banerjee amit shah election commission modi loksabha election 2024
Advertisment