Dates for the Lok Sabha Election 2024: বেজে গিয়েছে দামামা! শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতিও। তৎপর কমিশন। আজই ২৪-এর লোকসভা ভোটের নির্ঘন্ট করবে কমিশন।
গতকাল এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে কমিশন জানিয়েছে শনিবার বিকেল ৩টেয় এক সংবাদ সম্মেলনে ১৮ তম লোকসভার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হবে। পাশাপাশি সারাদেশে আদর্শ নির্বাচনী আচরণবিধিও কার্যকর করা হবে। সূত্রের খবর সম্ভবত সাত বা আট দফায় দেশের মোট ৫৪৩ টি আসনে ভোটপর্ব অনুষ্ঠিত হবে। পাশাপাশি কমিশন আজই বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্টও ঘোষণা করতে পারে।
বর্তমান ১৭ তম লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হচ্ছে। এর আগে নতুন লোকসভা গঠন করা বাধ্যতামূলক। ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদও জুনে শেষ হচ্ছে। এই রাজ্যগুলিতেও নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা করবে কমিশন। কর্মকর্তাদের মতে, বোর্ড পরীক্ষা, উৎসব এবং কেন্দ্রীয় বাহিনীর উপলদ্ধতার কথা মাথায় রেখেই আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন।
উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি মোট ৩০৩ টি আসন জিতেছিল। পাশাপাশি কংগ্রেস গত লোকসভা নির্বাচনে পেয়েছে মাত্র ৫২ টি আসন। উল্লেখ্য ২০১৯-এর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মোট সাত দফায়।
আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৯৭ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সারা দেশে ১২ লাখের বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। কমিশনের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সী দুই কোটি নতুন ভোটার ভোটার তালিকায় নাম তুলেছেন।