Advertisment

Congress Candidates List 2024: আজই কংগ্রেস প্রথম প্রার্থী তালিকা প্রকাশ! ওয়ানাড থেকেই নির্বাচনী লড়াইয়ে রাহুল?  

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজই প্রথম তালিকা প্রকাশ করবে কংগ্রেস!

author-image
IE Bangla Web Desk
New Update
Congress CEC clears Rahul from Wayanad, Baghel Rajnandgaon

বৃহস্পতিবার নয়াদিল্লিতে সিইসি সভায় দলের নেতা সোনিয়া গান্ধী, কেসি ভেনুগোপাল এবং অম্বিকা সোনির সাথে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গ। (এক্সপ্রেস ছবি: অনিল শর্মা)

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজই প্রথম তালিকা প্রকাশ করতে চলেছে কংগ্রেস! রাহুল গান্ধী-শশী থারুর সহ হেভিওয়েট নেতাদের নাম থাকতে পারে আজকের এই তালিকায়।

Advertisment

সূত্রের খবর, লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজই প্রথম তালিকা প্রকাশ করতে চলেছে কংগ্রেস। এই তালিকায় ৪০ জন হেভিওয়েট প্রার্থীর নাম থাকতে পারে। তাদের মধ্যে যেমন থাকবে রাহুল গান্ধীর নাম, তেমনই থাকতে চলেছে তিরুবনন্তপুরমের শশী থারুর এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নামও৷

দিল্লি সহ দেশের ৫৪৩ টি আসনের জন্য লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। এপ্রিল এবং মে মাসেই অনুষ্ঠিত হতে চলে ভোট পর্ব। নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুত হচ্ছে সব রাজনৈতিক দল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আজ প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। প্রার্থীদের নাম নিয়ে ইতিমধ্যেই দিল্লি সদর দফতরে কংগ্রেস কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। আজ সন্ধ্যার মধ্যে কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে। এই তালিকায় থাকবে দিল্লির তিনটি আসনও।

কংগ্রেস দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট করে নির্বাচনে লড়ছে। জোটের অধীনে, কংগ্রেস প্রার্থীরা দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে আসনগুলিতে কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মধ্যে রয়েছে চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি এবং উত্তর-পশ্চিম দিল্লি। এই তিনটি আসনে কে প্রার্থী হবেন? তা নিয়েও রয়েছে চূড়ান্ত জল্পনা।

সূত্রের খবর, চাঁদনি চক লোকসভা আসন থেকে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন জেপি আগরওয়াল, সন্দীপ দীক্ষিত এবং অলকা লাম্বা। উত্তর-পূর্ব দিল্লি থেকে অরবিন্দর সিং লাভলি ও অনিল চৌধুরীর নাম আলোচনায় উঠে এসেছে। উত্তর-পশ্চিম দিল্লি থেকে রাজকুমার চৌহান ও উদিত রাজের নাম বিবেচনা করা যেতে পারে।

আরও পড়ুন : < International Women’s Day: আন্তর্জাতিক নারী দিবসে বিরাট উপহার মোদীর, দেশবাসীকে বড় চমক নমোর! >

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ১৯৫ প্রার্থীর নামের প্রথম তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। এবার লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত কংগ্রেসও। আজই দলের তরফে প্রথম তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনেকগুলি নাম অনুমোদন করা হয়েছে বলেই দলীয় সূত্রের খবর।

বিজেপির মত কংগ্রেসের প্রথম তালিকায় থাকবে হেভিওয়েট নেতাদের নাম। দলীয় সূত্রের খবর, কংগ্রেসের প্রথম তালিকায় থাকতে চলেছে রাহুল গান্ধীর নাম। তিনি ওয়ানাড থেকে নির্বাচনে লড়তে পারেন। বর্তমানে রাহুল গান্ধীও ওয়ানাডের সাংসদ। রাহুল গান্ধী ছাড়াও প্রথম তালিকায় প্রায় ৪০ জনের নাম অনুমোদন করেছে দল।

কংগ্রেসের প্রথম তালিকায় যে ৪০ জন প্রার্থীর নাম সামনে আনতে চলেছে তাদের মধ্যে তিরুবনন্তপুরম থেকে শশী থারুর এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নামও আলোচনায় উঠে এসেছে। প্রথম তালিকায় এই দুই প্রবীণ সৈনিকের নামও থাকতে পারে। সিইসি সভা থেকে বেরিয়ে দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, 'কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং লাক্ষাদ্বীপের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ যে কোনো সময় এই নাম ঘোষণা করা হতে পারে'। ১১ মার্চ কংগ্রেসের সিইসির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

CONGRESS rahul gandhi loksabha election 2024
Advertisment