New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/triple-talaq-7591.jpg)
শুধু শবরীমালাই নয়, মোদী সরকারকে নিশানা করতে এদিন সমকামিতার প্রসঙ্গও টেনে এনেছেন আসাউদ্দিন ওয়েইসি।
সংশোধিত বিল আইনে পরিণত হলে, তাৎক্ষণিক তিন তালাক জামিন অযোগ্য ধারায় ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য হবে। তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা হবে। খোরপোশ দিতে হবে স্ত্রীকে।
শুধু শবরীমালাই নয়, মোদী সরকারকে নিশানা করতে এদিন সমকামিতার প্রসঙ্গও টেনে এনেছেন আসাউদ্দিন ওয়েইসি।
বৃহস্পতিবার লোকসভায় পাশ হল সংশোধিত তিন তালাক বিল। বিল পেশ করার সময় কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, "বিরোধীরা যেন বিল নিয়ে রাজনীতি না করেন। এটি কোনও বিশেষ সম্প্রদায়ের স্বার্থে করা হয়নি, নারীর প্রতি ন্যায়ের লক্ষ্যেই এই বিল সংশোধিত হয়েছে"।
বিরোধীরা সংশোধিত বিল নিয়ে আপত্তি তুললে আইন মন্ত্রী বলেন, "অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড মেনে নেওয়া যেতে পারে, অথচ এক্ষেত্রে কেন আপত্তি তুলছেন বিরোধীরা"?
ভোট ব্যঙ্কের কথা মাথায় রেখে বিল সংশোধিত হয়নি, বিশ্বের ২০টি দেশ ইতিমধ্যে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করেছে, অথচ ভারতের মত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে এই প্রথা এখনও প্রচলিত রয়েছে, বৃহস্পতিবার এই কথাই মনে করিয়ে দিলেন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
আরও পড়ুন, চোরদের রেয়াত করবে না এই চৌকিদার: মোদী
সংশোধিত বিল আইনে পরিণত হলে, তাৎক্ষণিক তিন তালাক জামিন অযোগ্য ধারায় ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য হবে। তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা হবে। খোরপোশ দিতে হবে স্ত্রীকে।
"২০১৭-এর বিলের পরিপ্রেক্ষিতে বেশ কিছু পরিবর্তন এসেছ সংশোধিত বিলে। বিরোধীদের আপত্তির কথা মাথায় রেখেই সেই সব সংশোধন আনা হয়েছে", বলেছেন রবিশঙ্কর প্রসাদ। সংশোধিত বিলের পক্ষে লোকসভায় বিজেপি মুখপাত্র মীনাক্ষী লেখি বললেন, "এটা মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন। এটি সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আলাদা নয়। বিষয়টি নারী ক্ষমতায়নের নয়, আমরা নারীর নেতৃত্বে ক্ষমতায়নে বিশ্বাসী। বিবাহ বিচ্ছেদের মত একটা বিষয়ে শুধু পুরুষের মতটাই গুরুত্ব পাবে কেন? বিরোধীদের একাংশ এটা মানতেই চান না, আগে সংবিধান, পরে ধর্ম"।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বৃহস্পতিবার লোকসভায় জানিয়েছেন, তাৎক্ষণিক তিন তালাক ইসলামিক আইনের অংশ নয়। বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, জেলে থাকলে বিচ্ছেদ চাওয়া স্বামী খোরপোশ দেবেন কী করে? এর উত্তরে আইন মন্ত্রী বলেন, "এরকম পরিস্থিতি তৈরি হবে কেন"?
Read the full story in English