Advertisment

লোকসভায় ৩০০-র বেশি আসন নিয়ে ২৪-এ ফিরছেন মোদীই, ডিব্রুগড়ে ভবিষ্যদ্বাণী শাহর

পার্বত্য এই রাজ্যে ১৪টির মধ্যে ১২টি লোকসভা আসনেই জয়ী হবে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit_Shah

ডিব্রুগড়ের সভায় শাহ

লোকসভা নির্বাচন এখনও বছরখানেক। কিন্তু, এখনই জ্যোতিষীর কায়দায় ভোটের ফলাফল বলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের উত্তর-পূর্বাঞ্চলে দু'দিনের সফরে মঙ্গলবার অমিত শাহ অসমের ডিব্রুগড়ে কর্মিসভা করেন। সেখানেই শাহ জানিয়ে দেন লোকসভা নির্বাচনে জিতে বিজেপিই কেন্দ্রে ক্ষমতায় ফিরছে। আর, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তো বটেই। ৩০০-র বেশি আসনে জয়ী হবে মোদী সরকার। অসমের দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহিত করে শাহর দাবি, পার্বত্য এই রাজ্য থেকেই ১৪টির মধ্যে ১২টি লোকসভা আসনেই জয়ী হবে বিজেপি।

Advertisment

এর আগে সোমবার চিনের বিদেশ দফতরের হুমকি অগ্রাহ্য করে সীমান্তের কাছাকাছি অরুণাচল প্রদেশের কিবিথুতে রাত্রিযাপন করেন শাহ। এর পরে, উচ্চ অসমে আঞ্চলিক বিজেপি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে ডিব্রুগড়ে পৌঁছন। শাহ জানান, এই দলীয় কার্যালয় আগামী বছরের লোকসভা নির্বাচনে অসমের ছয়টি লোকসভা কেন্দ্রের কর্মিদের সদর কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।

ডিব্রুগড়ের সভাতেই ফের মোদী ক্ষমতায় ফিরছেন বলে দাবি করে শাহ বলেন, 'আমি কংগ্রেসকে বলতে চাই, মন দিয়ে শুনে নিন। ২০২৪ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি জয়ী হবে। আর, মোদীজি ৩০০টিরও বেশি আসন নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন।'

মোদী জমানায় ডবল ইঞ্জিন সরকারের আমলে অসমে অগ্রগতি ঘটছে। এমনটা দাবি করে শাহ বলেন, 'বোডোল্যান্ড আজ শান্তিপূর্ণ। কারবি অঞ্চল শান্তিপূর্ণ। আদিবাসী গোষ্ঠী আত্মসমর্পণ করেছে। অসম প্রতিবেশী সব রাজ্যের সঙ্গে তার সীমান্ত বিরোধ মেটাচ্ছে। মোদীজির সুশাসনের কারণেই আজ অসমে অগ্রগতি ঘটছে। অসম একসময় আন্দোলন ও সন্ত্রাসে ভুগছিল। এখন বিহুর গান ও নাচের সঙ্গে জীবনযাপন করছে।' সভায় এক মেগা ইভেন্টের উল্লেখ করে শাহ জানান, ১৪ এপ্রিল গুয়াহাটিতে এক বড় অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর, অনুষ্ঠানে ১১ হাজারেরও বেশি শিল্পী নৃত্য পরিবেশন করবেন।

আরও পড়ুন- সাংসদ পদ খারিজ করেও বিজেপি ঠেকাতে পারবে না, ওয়ানাদের জনসমুদ্রে হুঙ্কার রাহুলের

সাম্প্রতিক বিধানসভা নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে শাহ বলেন, 'সম্প্রতি, দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে নির্বাচন হয়েছে– মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে। এই সমস্ত রাজ্যে বিজেপি সরকারের অংশ। ত্রিপুরায় দ্বিতীয়বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করেছে। নাগাল্যান্ডে ১৩ জন বিধায়ক নিয়ে আমরা আবারও সরকারে। উপমুখ্যমন্ত্রীও আমাদের। পাশাপাশি, মেঘালয়েও আমরা সরকারের অংশ। আজ, আমি অসমের জনগণকে অভিনন্দন জানাতে চাই। বিজেপির বিজয়যাত্রা আটটি রাজ্যেই অব্যাহত।'

Himanta Biswa Sarma amit shah Assam
Advertisment