নির্বাচনী বণ্ডের বিষয়ে বিশদ বিবরণ ইতিমধ্যে কমিশনকে দিয়েছে এসবিআই। আজ শীর্ষ আদালতে এক হলফনামা দাখিল করে একথা জানিয়েছে এসবিআই। এর ঠিক পরই মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত বিশদ বিবরণ জমা দেয়। এরপর আজ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, 'আমাদের নীতি হচ্ছে সবকিছু জনগণের সামনে প্রকাশ করা। সময় হলে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন'।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, নির্বাচন কমিশনকে ১৫ মার্চের মধ্যে ব্যাংকের শেয়ার করা তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। রাজীব কুমার আরও বলেছেন যে 'সুপ্রিম কোর্ট এসবিআইকে ডেটা দিতে বলেছিল। যা তারা গতকাল আমাদের সময়মতো দিয়েছে। নির্বাচন কমিশন বরাবরই স্বচ্ছতার পক্ষে। আমি গিয়ে তাদের দেওয়া ডেটা দেখবো এবং সময়মতো ডেটা প্রকাশ করা হবে'।
সুপ্রিম কোর্ট ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পের উপর একটি ঐতিহাসিক রায় দান করে এবং কেন্দ্রীয় সরকারের এই বন্ড প্রকল্পটি বাতিল করে এটিকে 'অসাংবিধানিক' ঘোষণা করে।
নির্বাচনী বন্ড সম্পর্কে তথ্য SBI ইতিমধ্যেই ডিজিট্যাল ফর্ম্যাটে কমিশনের কাছে পেশ করেছে। এই বিষয়ে, SBI সুপ্রিম কোর্টে (১৩ মার্চ) একটি হলফনামাও দাখিল করেছে। এখন এই বিষয়ে বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বক্তব্য সামনে এসেছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে জম্মু ও কাশ্মীর পৌঁছেছেন সিইসি।
মিডিয়ার সঙ্গে বলার সময়, সিইসি রাজীব বলেছিলেন যে সুপ্রিম কোর্ট এসবিআইকে ডেটা দিতে বলেছিল। যা তারা (এসবিআই) গতকাল সময়মতো ডেটা পেশ করেছে। তিনি বলেন, 'নির্বাচন কমিশন সব সময়ই স্বচ্ছতার পক্ষে। আমি গিয়ে ডেটা দেখব এবং সময়মতো ডেটা প্রকাশ করব'।
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার বিষয়ে, সিইসি রাজীব কুমার বলেছেন, 'আমরা জম্মু ও কাশ্মীর এবং দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে এবং সর্বাধিক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন পরিচালনা করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন পরিচালনার আমরা সম্পূর্ণ প্রস্তুত'।