Advertisment

'২৪-এর নির্বাচনে প্রভু রামই বিজেপি প্রার্থী', মোদীর মেগা ইভেন্টের মাঝেই বোমা ফাটালেন বিরোধী নেতা

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন নিয়ে রাজনীতি করার বিরাট অভিযোগ

author-image
IE Bangla Web Desk
New Update
Sanjay Raut, Sanjay Raut statement on Lord Ram, Lord Ram BJP election candidate, Sanjay Raut Ram Temple statement, Ayodhya Ram Mandir inauguration,",

'প্রভু রামই বিজেপির প্রার্থী': অযোধ্যা মন্দির উদ্বোধনে আগেই মোদীকে খোঁচা বিরোধী নেতার

'প্রভু রামই বিজেপির প্রার্থী', অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আগেই মোদীকে খোঁচা বিরোধী নেতার। একদিকে যখন অযোধ্যায় মেগা ইভেন্টে যোগ দিয়ে ১৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাসে ব্যস্ত মোদী ঠিক তখনই বিজেপিকে ভয়ঙ্কর আক্রমণ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

Advertisment

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। রাউত বলেন, 'বিজেপি শীঘ্রই ভগবান রামকে ২৪-এর নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারে'।রাম মন্দির ইস্যুতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত শনিবার বিজেপিকে আক্রমণ করেছেন এবং অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে রাজনীতিকরণের অভিযোগ এনেছেন। রাউত আরও বলেন, দল শীঘ্রই নির্বাচনের জন্য "ভগবান রামকে তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করবে"।

রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনা নেতা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "এখন, একমাত্র একটা বিষয়ই বাকি আছে যে বিজেপি ঘোষণা করবে যে ভগবান রাম নির্বাচনে তাদের প্রার্থী হবেন"। তিনি বলেন, ২২ জানিয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন জাতীয় কোন কর্মসূচি নয় এটা "বিজেপির ইভেন্ট"। পাশাপাশি তিনি বলেন, "বিজেপি চায় দেশ বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং মণিপুর সম্পর্কিত সমস্যাগুলি ভুলে যাক,"।

Ram Temple modi
Advertisment