Advertisment

PM Modi Mann ki Baat: 'প্রভু রাম ছিলেন সংবিধান প্রণেতাদের অনুপ্রেরণা শক্তির উৎস', মন-কি-বাত অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নের উল্লেখ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (২৮ জানুয়ারি) মন কি বাত রেডিও অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা নানান বিষয়েই কথা বলেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
man ki baat modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (২৮ জানুয়ারি) মন কি বাত রেডিও অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা নানান বিষয়েই কথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (২৮ জানুয়ারি) মন কি বাত রেডিও অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা নানান বিষয়েই কথা বলেছেন তিনি। এদিনের মন কই বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এবছর আমাদের সংবিধান তার ৭৫ বছর পূর্ণ করেছে। তিনি সুপ্রিম কোর্টের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দনও জানিয়েছেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদী নারী ক্ষমতায়নের কথাও বলেছেন।

Advertisment

মোদী আজকের মন কি বাত অনুষ্ঠানে বলেন, 'দু'দিন আগে আমরা সকল দেশবাসী ৭৫ তম প্রজাতন্ত্র দিবস খুব আড়ম্বরে উদযাপন করেছি। এ বছর আমাদের সংবিধানও ৭৫ বছর পূর্ণ করছে এবং সুপ্রিম কোর্টও ৭৫ বছর পূর্ণ করছে। আমাদের গণতন্ত্রের এই উত্সবগুলি ভারতকে 'গণতন্ত্রের মা' হিসাবে আরও শক্তিশালী করেছে।

প্রভু রাম ছিল সংবিধান প্রণেতাদের অনুপ্রেরণা শক্তির উৎস: প্রধানমন্ত্রী মোদী

ভগবান রামকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন যে সংবিধানের তৃতীয় অধ্যায়ের শুরুতে আমাদের সংবিধানের নির্মাতারা ভগবান রাম, মা সীতা এবং লক্ষ্মণজির ছবিকে স্থান দিয়েছিলেন। ভগবান রামের শাসন আমাদের সংবিধান প্রণেতাদের জন্যও অনুপ্রেরণার উৎস ছিল এবং সেই কারণেই ২২ জানুয়ারি অযোধ্যায় আমি 'দেব থেকে দেশ', 'রাম থেকে জাতি' নিয়ে কথা বলেছিলাম। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের কোটি কোটি মানুষকে একত্রিত করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে ২২ জানুয়ারী সন্ধ্যায়, সমগ্র দেশ রামজ্যোতি প্রজ্জ্বলিত করেছে এবং দীপাবলি উদযাপন করেছে। আমি দেশের মানুষকে মকর সংক্রান্তি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানোর অনুরোধ জানিয়েছিলাম। তিনি বলেন, মন্দির পরিষ্কারের চেতনা থামলে চলবে না, এই অভিযান বন্ধ হবে না। সমষ্টির এই শক্তি আমাদের দেশকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে।

কর্তব্য পথে নারী শক্তির দাপট : প্রধানমন্ত্রী মোদী

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের ২৬শে জানুয়ারির কুচকাওয়াজ ছিল খুবই চমৎকার, তবে সবচেয়ে আলোচিত বিষয় হল কুচকাওয়াজে নারী শক্তি দাপট। তিনি বলেন এবারের কুচকাওয়াজে অংশগ্রহণকারী ২০টি স্কোয়াডের মধ্যে ১১টি স্কোয়াড ছিল শুধুমাত্র মহিলাদের। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেড় হাজার মহিলা অংশ নিয়েছে।

অর্জুন পুরষ্কারে দেখা গেল নারী শক্তির দাপট: মোদী

অর্জুন পুরষ্কার নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে কয়েক দিন আগে খেলোয়াড়দের অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। এখানেও, অর্জুন পুরস্কার পাওয়া মহিলারা এবং তাদের জীবনযাত্রা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি জানান, এবার ১৩ জন মহিলা খেলোয়াড়কে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

অঙ্গ দানের উল্লেখ

অঙ্গদানের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা পৃথিবীকে বিদায় জানানোর পরেও মানুষকে সাহায্য করছেন। এ জন্য তারা অঙ্গদানের আশ্রয় নেয়। সাম্প্রতিক বছরগুলোতে হাজারেরও বেশি মানুষ মৃত্যুর পর অঙ্গ দান করেছেন। তিনি বলেন, কিছু সংস্থা অঙ্গদানের কাজে এগিয়ে এসেছে। এতে অঙ্গদানের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে এবং মানুষের জীবন রক্ষা হচ্ছে।

maan-ki-bat modi
Advertisment