/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/madan-mitra.jpg)
তৃণমূল বিধায়ক মদন মিত্র ফাইল ছবি।
শনিবারের পর রবিবার, নেত্রীর ধমক সত্ত্বেও ফের ফেসবুক লাইভে এলেন মদন মিত্র। ঘোষণা করলেন বিজয় উৎসবের। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও।
করোনাকালে যেকোনও ধরণের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা লাগু করেছে রাজ্য সরকার। ২ মে বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেলেও করোনা আবহে বিজয় উৎসব পালন করেনি তৃণমূল। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল সংক্রমণ কমলে ব্রিগেডে হবে বিজয় সমাবেশ পালন করবে দল। ফলে ওই সমাবেশের দিনক্ষণ নির্ধারিত হয়নি। কিন্তু মদন জানিয়ে দিলেন কামারহাটিতে বিজয় উৎসব হবে ৩০ জুন।
ফেসবুকে কী বললেন মদন?
রবিবার দুপুরে মাত্র মিনিট ছ'য়েকের জন্য ফেসবুক লাইভ করেন মদন মিত্র। সেখানেই তাঁর ঘোষণা, আগামী ৩০ জুন কামারহাটিতে বিজয় উৎসব পালন করা হবে। হবে হইহুল্লোড়, গান-বাজনাও। লাইবে বিধায়ক বলেছেন, 'এখন থেকে তারিখ বলে দিলাম, ৩০ জুন আমরা বিজয় উৎসব করব। সবাইকে খবর দিয়ে দিন। অন্তত হাজার ২০ লোক নিয়ে গান বাজনা, হইহুল্লোড় হবে। তবে রাত্রে হবে না, দুপুর বেলা হবে মিলন উৎসব। দরকারে উদয় ভিলার মাঠে হবে উৎসব।'
এই ফেসবুক লাইভে হিন্দিতে এক সময় মদন মিত্রকে বলতে সোনা যাচ্ছে যে, '৩০ জুন কামারহাটির কোনও বাড়িতে কোনও মানুষ থাকবেন না। গান হবে। উৎসব বিবেকানন্দ মাঠেও হতে পারে। ৩০ জুন কামারহাটির উৎসব রয়েছে।'
আরও পড়ুন-‘সেই আমাকে আর পাবেন না’, নেত্রীর কড়া ধমকের পর বললেন মদন
নেত্রীর ধমকের পর অবশ্য দল নিয়ে কথা বলার ক্ষেত্রে কিছুটা সংযত তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। দলীয় সংগঠনে রদবদল প্রসঙ্গে লাইভে সামান্য মুখ খুলেছেন মদন মিত্র। তিনি বলেছেন, 'যদিও আমি কোনও কথা বলব না, তবুও বলছি যে- গতকাল আমাদের কর্মসমিতিতে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তা অসাধারণ। অভিষেক সাধারণ সম্পাদক। সায়নী যুব-র প্রেসিডেন্ট। রাজ কালচারাল সোসাইটির চেয়ারম্যান। ঋতব্রত আমাদের চেয়ারম্যান। বেস্ট, বেস্ট চয়েস। আমি খুব খুশি হয়েছি। বিশেষ করে সায়ন্তিকা, জুন, সোহম, লাভলি, এই ধরনের যাঁরা রয়েছেন, তাঁদের কাজের সুযোগ দিতে হবে। আমি ঈশ্বরের কাছে এদের জন্য প্রার্থনা করছি।'
দলীয় সংগঠনে রদবদলের কথা বলার সময় মদন মিত্রে মুখে এক চিলতে হাসি লক্ষ্য করা গিয়েছে। সেই হাসিই কী বিশেষ ইঙ্গিতবাহী?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন