‘৫০ শতাংশ কমিশনের সরকার’ প্রিয়াঙ্কা গান্ধীর মারাত্মক অভিযোগের পরই কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে সরব পদ্মশিবির। এমনকী এই মর্মে থানায় দায়ের করা হয় অভিযোগও। তারপর ইন্দোর পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। মধ্যপ্রদেশ সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। দায়ের করা হল FIR ও। জানা গিয়েছে প্রিয়ঙ্কা গান্ধী ছাড়াও মধ্য প্রদেশের কংগ্রেস প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবের নামও উল্লেখ করা হয়েছে এফআইআরে।
এবিষয়ে ইন্দোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রামসানেহি মিশ্র দাবি জানিয়েছেন, যে শহরের সংযোজিতগঞ্জ থানায় , প্রিয়াঙ্কা গান্ধী, কমল নাথ এবং অরুণ যাদবের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় বিজেপির আইনী সেলের আহ্বায়ক নিমেশ পাঠক অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় এই FIR। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪৬৯ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। নিমেশ পাঠক অভিযোগ করেছেন যে কংগ্রেস নেতারা "বিভ্রান্তিকর" সোশ্যাল মিডিয়া পোস্টগুলি রাজ্য সরকার এবং দলের ভাবমূর্তি নষ্ট করার ‘ষড়যন্ত্র’।
সোশ্যাল মিডিয়া পোস্টে ঠিক কী বলেছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা? তিনি লিখেছেন, "কর্নাটকের দুর্নীতিবাজ বিজেপি সরকার ৪০% কমিশন সংগ্রহ করত। মধ্যপ্রদেশে, বিজেপি সরকার দুর্নীতির সকল রেকর্ড ভেঙে এগিয়ে গেছে। কর্ণাটকের জনগণ ৪০% কমিশনের সরকারকে উৎখাত করেছে, এখন মধ্যপ্রদেশের জনগণ ৫০শতাংশ কমিশনের সরকারকেও নির্বাচনে যোগ্য জবাব দেবে”। মধ্য প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এক্স (টুইটার)-এ একটি চিঠি পোস্ট করেন কংগ্রেস নেতৃত্ব।
প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করে, নরোত্তম মিশ্র তার অভিযোগের সমর্থনে প্রমাণ পেশের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিরোধী দল সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।