তিন রাজ্যে শপথ গ্রহণ, কমল নাথকে ঘিরে অশান্তি

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কমল নাথের শপথ গ্রহণের তীব্র সমালোচনা করেছে আকালি দল। তাঁদের দাবি, ১৯৮৪-এর শিখ দাঙ্গার দুই চক্রীর একজন মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কমল নাথের শপথ গ্রহণের তীব্র সমালোচনা করেছে আকালি দল। তাঁদের দাবি, ১৯৮৪-এর শিখ দাঙ্গার দুই চক্রীর একজন মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাঁ দিক থেকে অশোক গেহলোট, কমল নাথ এবং ভুপেশ বাঘেল

রাজস্থান-মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়, তিন রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হবে সোমবার। পাঁচ রাজ্যে গেরুয়া শিবিরে ধ্বস নামার পর থেকেই বিরোধীদের মধ্যে একজোট হওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক নেতাদের আমন্ত্রণও সেই বার্তাকেই আরও জোরদার করল।

Advertisment

মধ্যপ্রদেশে শপথ নিচ্ছেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানে ক্ষমতায় আসছেন কংগ্রেস নেতা অশোক গেহলোট। উপমুখ্যমন্ত্রীর পদে বসছেন শচীন পাইলট। ছত্তিসগড়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়েছে রবিবার। রায়পুর থাকছে ভুপেশ বাঘেলের দখলে।

Advertisment

ভবিষ্যৎ জোটের কথা মাথায় রেখেই কি আম আদমি পার্টিকেও আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস? আইএনএস সূত্রে জানা গিয়েছে আপ সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, "কংগ্রেস আমাদের দলকে আমন্ত্রণ জানিয়েছে, কেজরিওয়ালের নির্দেশে আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কমল নাথের শপথ গ্রহণের তীব্র সমালোচনা করেছে আকালি দল। তাঁদের দাবি, ১৯৮৪-এর শিখ দাঙ্গার দুই চক্রীর একজন মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন। প্রসঙ্গত, সোমবারই শিখ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়া সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই কারণে ধর্না দিয়েছে বিজেপি।

কংগ্রেস নেতা শশী থারুর কমল নাথকে সমর্থন জানিয়ে বলেছেন, "২০০২-এর গুজরাত দাঙ্গায় মোদী যেমন বেনেফিট অব ডাউট পেয়েছিলেন, কমল নাথেরও তা প্রাপ্য। অভিযোগ যতক্ষণ না প্রমাণ হচ্ছে, ততক্ষণ কোনো প্রশ্ন তোলা উচিত না"।

রাজস্থানে  কংগ্রেসের ক্ষমতায় আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন কংগ্রেস সভাপতি। বলেছেন, "রাজস্থানের মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় সম্মানিত বোধ করছি"।

অন্যদিকে রায়পুরে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে শপথ গ্রহণ।