কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০, জনপথের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। প্রায় ৫০ মিনিটের বৈঠকের শেষে শরদ পাওয়ার বলেছেন, তাঁর দল মহারাষ্ট্রে সরকার গঠনের লক্ষ্যে সহযোগী দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
সাংবাদিকদের পাওয়ার বলেন, তিনি সোনিয়াকে কেবলমাত্র মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানিয়েছেন, সরকার গঠন নিয়ে তাঁদের মধ্যে কোনও আলোচনা হয়নি।
তিনি বলেন, "আমরা মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।"
তিনি আরও বলেন, "আমরা মহারাষ্ট্র পরিস্থিতির উপর নজর রেখে চলেছি। কংগ্রেস ও এনসিপি নেতারা ভবিষ্যৎ পন্থা স্থির করবার জন্য আরও আলোচনা করবেন।"
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, দু দলের প্রতিনিধিরা দু-একদিনের মধ্যে বৈঠক করবেন।
টুইটে সুরজেওয়ালা বলেছেন, "শরদ পাওয়ার আজ কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করে তাঁকে মহরাষ্ট্র পরিস্থিতির কথা জানান। ঠিক হয়েছে দু-একদিনের মধ্যে এনসিপি ও কংগ্রেসের প্রতিনিধিরা পরবর্তী পদক্ষেপ স্থির করার জন্য দিল্লিতে বৈঠকে বসবেন।"
মহারাষ্ট্রে শিবসেনা নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য গত কয়েকদিন ধরে লাগাতার বৈঠক করে চলেছেন কংগ্রেস ও এনসিপি নেতারা।
সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে শরদ পাওয়ার বলেন, "সমস্ত রাজনৈতিক দল মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য নিজস্ব পন্থা অবলম্বন করে চলেছে।"
রাজ্যে সরকার গঠনের জন্য কোনও দল দাবি না করায় গত ১২ নভেম্বর মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন ঘোষিত হয়।
কংগ্রেস নেত্রীর সঙ্গে পাওয়ারের বৈঠকের একদিন আগেই পুনেতে এনসিপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে স্থির হয় মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন শেষ করতে এবং বিকল্প সরকার গঠনের ব্যবস্থা করা হবে।
গত ২১ অক্টোবর মহারাষ্ট্র ভোটে বিজেপি-শিবসেনার গেরুয়া জোট ২৮৮ সদস্যের বিধানসভায় যথাক্রমে ১০৫ ও ৫৬টি আসন পেয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনপূর্ব অন্য জোট কংগ্রেস ও এনসিপি জেতে যথাক্রমে ৪৪ ও ৫৪ আসনে।