Advertisment

মহারাষ্ট্রে কংগ্রেস-শিবসেনা-এনসিপি সরকার, সবুজ সংকেত সোনিয়ার

বিজেপি ও শিবসেনার পর এবার সরকার গঠনের জন্য শরদ পাওয়ারের এনসিপি-কে ডাকলেন রাজ্যপাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra Govt Formation Updates, মহারাষ্ট্রে সরকার গঠন, শিবসেনা এনসিপি সরকার, শিবসেনা, এনসিপি, কংগ্রেস, Maharashtra Govt Formation, SHIV SENA, ncp, congress, bjp, বিজেপি, উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, শরদ পাওয়ার, সোনিয়া গান্ধী, uddhav thackery , sharad pawar, sonia gandhi, aditya thackery

সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরে।

শিবসেনা-এনসিপি-কংগ্রেস, নয়া সমীকরণ মহারাষ্ট্রে। টানাপোড়েন শেষে বিজেপিকে ‘বর্জন’ করে মহারাষ্ট্রে এবার সরকার গড়ছে শিবসেনা-এনসিপি জোট। নয়া জোট সরকারকে সম্ভবত বাইরে থেকে সমর্থন জানাবে কংগ্রেস। সোনিয়া গান্ধীদের সমর্থনের পরই রাজভবনে গেলেন শিবসেনার আদিত্য ঠাকরে।

Advertisment

উল্লেখ্য, ভোটের ফলপ্রকাশের দু’সপ্তাহেরও বেশি সময় ধরে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দীর্ঘদিনের শরিক শিবসেনার সঙ্গে টানাপোড়েন চলে বিজেপির। মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে শিবসেনা বনাম বিজেপি সংঘাত চরম পর্যায়ে পৌঁছয়। নিজেদের দাবিতে কোনওরকম আপসের পথে না হেঁটে বিকল্প সরকারের চাল চালেন উদ্ধব ঠাকরে। শেষ পর্যন্ত সেই কৌশলেই বাজিমাৎ শিবসৈনিকদের।

আরও পড়ুন: বিরল বন্ধুত্ব! পাওয়ারের প্রতি বরাবরই দুর্বল শিবসেনা

মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনাকে সমর্থন দিতে তাঁরা যে রাজি, তা এদিন স্পষ্ট করে দেয় শরদ পাওয়ারের দল। তবে প্রথমে চূড়ান্ত ভাবে কিছু জানায়নি এনসিপি। এনসিপি-র শর্ত মেনে সোমবার সকালে মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত। কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি।এমতাবস্থায় জোটসঙ্গী কংগ্রেসের অবস্থান জানতে চায় এনসিপি। সরকার গঠন নিয়ে ফোনে উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। সরকার গঠন নিয়ে আলোচনা করতে মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের ১০ জনপথে ডেকে পাঠায় হাইকম্যান্ড। এরপরই কংগ্রেসের তরফে জানানো হয়, তারা শিবসেনা-এনসিপি সরকারকে সমর্থন করবে। উল্লেখ্য, শিবসেনাকে সমর্থনের ব্যাপারে প্রথম থেকেই অনীহা ছিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের।

Read the full story in English

Maharashtra
Advertisment