Advertisment

Maheshtala Assembly Bypoll Results 2018 Updates: জয়ী তৃণমূল

Maheshtala Assembly Bypoll Results 2018 Updates: পঞ্চায়েত ভোটের মতো বিরোধীদের যোজন দূরত্বে পিছনে ফেলে জয়ের হাসি হাসল শাসকদল। একই সঙ্গে মহেশতলা উপনির্বাচনেও দ্বিতীয় স্থানে উঠে এল রাজ্যের এই মুহূর্তের অন্যতম প্রধান বিরোধী মুখ বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Maheshtala Bypoll Results 2018 Live:

Maheshtala Assembly Bypoll Results 2018: মহেশতলায় সবুজ আবির মেখে উচ্ছ্বাস তৃণমূল সমর্থকদের। ছবি- ফিরোজ আহমেদ।

Maheshtala Bypoll Results 2018 Live Updates: পঞ্চায়েত ভোটের ধারা অব্যাহত থাকল মহেশতলা বিধানসভার উপনির্বাচনে। এ আসন নিজেদের দখলেই রাখল তৃণমূল। পঞ্চায়েত ভোটের মতো বিরোধীদের যোজন দূরত্বে পিছনে ফেলে জয়ের হাসি হাসল শাসকদল। একই সঙ্গে মহেশতলা উপনির্বাচনেও দ্বিতীয় স্থানে উঠে এল রাজ্যের এই মুহূর্তের অন্যতম প্রধান বিরোধী মুখ বিজেপি। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী লড়াই শেষ করলেন তৃতীয় স্থানে।

Advertisment

মহেশতলায় তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুর জেরে এই আসনটি ফাঁকা হয়ে পড়ে। কস্তুরী দাসের স্বামী দুলাল দাস এবার তৃণমূলের হয়ে ভোটে লড়ে জিতলেন। তৃণমূলের কাছে হার মানতে হল বিজেপির সুজিত ঘোষ ও সিপিএমের প্রভাত চৌধুরীকে। এবার মূলত এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সিপিএম প্রার্থীকে সমর্থন করে নিজেদের কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস। লোকসভা ভোটের আগে তৃণমূলের এই জয় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপির উত্থানও যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

Maheshtala Bypoll Results: Read in English

2.54 PM- সর্বশেষ ফলাফল

তৃণমূল কংগ্রেস- ১০৪৮১৮

বিজেপি- ৪১৯৯৩

সিপিএম- ৩০৩১৬

নোটা- ৩২৪৩

তৃণমূল কংগ্রেস ৬২৮৯৬ ভোটে জয়ী

1.23 PM: মহেশতলায় জয়ী তৃণমূল।

1.18 PM: ৬২, ৩২৪ ভোটে মহেশতলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী দুলাল দাস।

1.11 PM: জয়ের আনন্দে আবির খেলায় মাতলেন তৃণমূল সমর্থকরা।

src="https://www.youtube.com/embed/fMyRqwqHt1c" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

1.01 PM: ৬২,৩২৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস।

Maheshtala Bypoll Results 2018 Live Updates:

12.47 PM: ‘‘উন্নয়নের জেরেই মানুষ ভোট দিয়ে আশীর্বাদ করেছে’’, প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী দুলাল দাসের।

12.45 PM:  ২০ রাউন্ডের শেষে তৃণমূল এগিয়ে ৬২ হাজার ৩৭টি ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় স্থানে বাম।

Maheshtala Bypoll Results 2018 Live Updates:

12.36 PM : জয় নিশ্চিত হতেই মহেশতলায় পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও ফিরহাদ হাকিম

abhishek and firhad at maheshtala

12.33 PM : বাজি পুড়িয়ে সেলিব্রেশনে মাতলেন তৃণমূল কর্মীরা।

src="https://www.youtube.com/embed/cHAwe3UVGiM" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

12.21 PM : ১৮ রাউন্ডের গণনা শেষে ৫৭, ৯৩২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী সুজিত ঘোষ, তৃতীয় স্থানে বাম প্রার্থী প্রভাত চৌধুরী।

12.19 PM : ১৭ রাউন্ডের গণনা শেষে ৫৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী সুজিত ঘোষ, তৃতীয় স্থানে বাম প্রার্থী প্রভাত চৌধুরী।

12.00 PM : ১৬ রাউন্ডের গণনা শেষে তৃণমূল এগিয়ে ৫২,১০২ ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী, তৃতীয় স্থানে বাম প্রার্থী। তৃণমূল- ৮৪,০২৮, বিজেপি- ৩১,৯২৬, বাম- ২৪,১০৮

11.49 AM : ১২ রাউন্ডের গণনা শেষে তৃণমূল-  ৬৩,৮৩৩, বিজেপি- ২৪, ৪৮১, বাম- ১৭, ৭৯৫

11.20 AM : মহেশতলায় জয়ের পথে তৃণমূল প্রার্থী দুলাল দাস। ছবি- শশী ঘোষ, আই ই বাংলা।

Maheshtala Bypoll Results 2018 Live Updates:

11.18 AM : ১২ রাউন্ডের গণনা শেষে প্রায় ৪০ হাজারের মতো ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী, তৃতীয় স্থানে বাম প্রার্থী।

11.08 AM : একাদশ রাউন্ডের গণনা শেষ। ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী, তৃতীয় স্থানে বাম প্রার্থী।

10.59 AM : দশম রাউন্ডের গণনা শেষ, ৩২ হাজার ৫৮১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস। দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় বাম প্রার্থী। তৃণমূল- ৫২,৮৭০,  বিজেপি- ২০,২৮৯, বাম- ১৫,১২৩

10.33 AM : নবম রাউন্ডের গণনা শেষ, প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী, তৃতীয় স্থানে বাম প্রার্থী।

10.07 AM : সপ্তম রাউন্ডের গণনা শেষে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিজেপি প্রার্থী, তৃতীয় স্থানে বাম প্রার্থী।

10.06 AM : সপ্তম রাউন্ডের গণনা শেষে ২১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

9.55 AM : ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে, ANI সূত্রে খবর।

9.51 AM : মহেশতলায় ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম প্রার্থী, তৃতীয় স্থানে বিজেপি।

9.44 AM : মহেশতলায় ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ, এগিয়ে তৃণমূল প্রার্থী।

9.32 AM : মহেশতলায় পঞ্চম রাউন্ডের গণনা শেষ। এগিয়ে তৃণমূল, দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী, তৃতীয় বাম প্রার্থী, সূত্রের খবর।

9.21 AM : দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন বলে সংবাদসংস্থা ANI সূত্রে খবর

9.17 AM : মহেশতলায় ভোটগণনা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

9.06 AM : মহেশতলায় তৃতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস, সূত্রের খবর।

9.03 AM : সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। মহেশতলায় তৃতীয় রাউন্ডের গণনা শেষ, সূত্রের খবর

এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার। মহেশতলায় বুথের সংখ্যা ২৮৩টি। ভোটে মোতায়েন করা হয়েছিল আধা সামরিক বাহিনী। সোমবার সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছিল। গত সোমবার মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। প্রায় ৭০ শতাংশের উপর ভোট পড়েছিল ওই কেন্দ্রে। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছিল সেখানে।

CONGRESS maheshtala byelection CPIM bjp tmc
Advertisment