Advertisment

'দু পয়সার প্রেস!' সংবাদ মাধ্যমকে বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর

শুভেন্দু-রাজীব অস্বস্তির মাঝেই আরও বিড়ম্বনা বাড়ল শাসক দলের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সংবাদ মাধ্যমকে বেনজির আক্রামণ শানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ফলে শুভেন্দু-রাজীব অস্বস্তির মাঝেই আরও বিড়ম্বনা বাড়ল শাসক দলের।

Advertisment

ঠিক কী ঘটেছে?

নদিয়ার তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন মহুয়া মৈত্র। রবিবার গয়েশপুরে দলীয় বৈঠকে হাজির হন তিনি। কিন্তু তার মাঝেই কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হন তিনি। পোস্টার প্ল্যাকার্ড হাতে তৃণমূল নেতা মিন্টুদের নেতৃত্বে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন কর্মী-সমর্থক। দলেরই দুই গোষ্ঠীর হাতাহাতি মধ্যে পড়তে হয় তাঁকে। আর তাতেই মেজাজ হারান নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ বলেন, 'এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিছু রাগ অভিমান ছিল। সেগুলো বৈঠকের পর মিটে গিয়েছে। খুব ভাল আলোচনা হয়েছে। একটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। খুব সাধারণ ব্যাপার। আমি ফের জানুয়ারিতে আসব।'

এরপরই সংবাদিকদের নিশানা করেন মহুয়া। বলেন, 'কে ঢুকতে দিয়েছে প্রেসকে? দু পয়সার প্রেস। বেরিয়ে যান।'

তৃণমূল সাংসদের এই মন্তব্য ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। দলের বিক্ষোভ ধামাচাপা দিতেই কি সংবাদ মাধ্যমকে নিশানা করলেন তিনি? প্রশ্ন তা নিয়েই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mohua Moitra tmc
Advertisment