Advertisment

Mahua Moitra: বাড়ি ছাড়া করতে হাজির কেন্দ্রীয় দল, বিরাট বিপাকে মহুয়া মৈত্র

দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানের আবেদন খারিজ করার পর শুক্রবার সকালে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে এস্টেট দফতরের আধিকারিকদের একটি দল প্রাক্তন টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের সরকারি বাসভবনে 'উচ্ছেদ অভিযানের' প্রক্রিয়া শুরু করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra

৮ ডিসেম্বর তৃণমূল নেতা মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। (ফাইল ছবি)

দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানের আবেদন খারিজ করার পর শুক্রবার সকালে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে এস্টেট দফতরের আধিকারিকদের একটি দল প্রাক্তন টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের সরকারি বাসভবনে 'উচ্ছেদ অভিযানের' প্রক্রিয়া শুরু করেন।

Advertisment

শুক্রবার তৃণমূল কংগ্রেস নেত্রী ও প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের সরকারি বাংলো খালি করতে এস্টেট ডিরেক্টরেটের একটি দল তার জন্য বরাদ্দ সরকারি বাসভবনে হাজির হন। উল্লেখ্য, গত মাসে লোকসভা থেকে বহিষ্কারের পর মহুয়াকে দুবার সরকারি বাংলো খালি করার নোটিস পাঠানো হয়। তিন দিন আগে তার কাছে পাঠানো নোটিসে বলা হয়েছিল, মহুয়া মৈত্র বাংলো না ছাড়লে একটি দল পাঠিয়ে সরকারি বাংলো খালি করা হবে।

ডিসেম্বরের শুরুতে, লোকসভার সদস্যপদ হারানোর কারণে, মহুয়া মৈত্রকে ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করার নোটিস দেওয়া হয়েছিল। এরপর ৮ জানুয়ারি বাংলো খালি না করায় তার কাছে তিন দিনের মধ্যে জবাব চেয়েছিল দফতর। গত ১২ জানুয়ারি তাকে এ বিষয়ে আরেকটি নোটিস দেওয়া হয়। লোকসভা থেকে বহিষ্কারের বিরুদ্ধে তার আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় মহুয়া উচ্ছেদ প্রক্রিয়া বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলও করেন।

আরও পড়ুন : < Lok Sabha Election 2024: রাম মন্দিরের পর বিজেপির মেগা প্ল্যানিং, স্ট্র্যাটেজি বদলে সহজ জয় পেতে মরিয়া মোদী >

মহুয়া মৈত্রাকে ‘অনৈতিক আচরণ’-এর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার গ্রহণের অভিযোগে এবং সংসদের ওয়েবসাইটের ‘ইউজার আইডি এবং পাসওয়ার্ড’ শেয়ার করার অভিযোগে গত বছরের ৮ ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কার করা হয়।

Mohua Moitra
Advertisment